North 24 Parganas: পেট্রাপোলে অনুষ্ঠিত হল 'ফিট ফর ইন্ডিয়া' দৌড়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি উদ্যোগে ফিট ফর ইন্ডিয়া দৌড়ের আয়োজন করা হয়
উত্তর ২৪ পরগনা: পেট্রাপোলে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ফিট ফর ইন্ডিয়া দৌড় অনুষ্ঠিত হল। উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে গত কয়েকদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে 'আজাদী কা অমৃত মহোৎসব '। এদিন পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি উদ্যোগে ফিট ফর ইন্ডিয়া দৌড় এর আয়োজন করা হয়েছিল চেকপোস্টের মধ্যে। ল্যান্ড পোর্ট অথরিটিতে কর্মরত কর্মীরা এদিন দৌড়ে অংশগ্রহণ করেন এবং সুসংহত চেকপোস্টের মধ্যে শিশুদের দিয়ে বৃক্ষ রোপন করান হয়। পরবর্তীতে উপস্থিত শিশুদের হাতে ল্যান্ড পোর্ট অথরিটি পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। এই বিষয়ে পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি ম্যানেজার কমলেশ সাইনি জানান, স্বাধীনতা অমৃত মহোৎসব উদযাপিত হচ্ছে পেট্রাপোল সুসংহত চেকপোষ্টে। তারই অঙ্গ হিসাবে এদিন দৌড় ও শিশুদের দিয়ে বৃক্ষরোপণ করা হয়।
Location :
First Published :
January 26, 2022 11:36 AM IST