হোম /খবর /দক্ষিণবঙ্গ /
টেবিল টেনিস খেলায় নতুন দিশা দেখাচ্ছে অশোকনগর,চালু আ্যকাডেমি

North 24 Parganas News: টেবিল টেনিস খেলায় নতুন দিশা দেখাচ্ছে অশোকনগর, চালু আ্যকাডেমি

X
টেবিল [object Object]

টেবিল টেনিস খেলায় নতুন দিশা দেখাচ্ছে অশোকনগর

  • Share this:

#উত্তর ২৪ পরগনা: ক্রীড়া ক্ষেত্রে ক্রিকেট ও ফুটবলে সীমাবদ্ধ না থেকে, আরো বিভিন্ন ধরনের খেলাকে উৎসাহ দিতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল অশোকনগরের এক ক্রীড়া সংস্থাকে। পিছিয়ে পড়া টেবিল টেনিস খেলাকে এগিয়ে আনতে তৈরি করা হয়েছে কোচিং অ্যাকাডেমি। জেলার অন্যান্য জায়গায় হাতে গোনা টেবিল টেনিস কোচিং সেন্টার থাকলেও, বারাসত থেকে বনগাঁর মধ্যে একমাত্র প্রথম টেবিল টেনিস অ্যাকাডেমি চালু হল অশোকনগরে। অশোকনগর কল্যাণগড় পুরসভার সামনে নেতাজী সুভাষ সংঘ ক্লাবে চালু হয়েছে এই টেবিল টেনিস অ্যাকাডেমি।

ক্রীড়া ক্ষেত্রে ঐতিহ্যবাহী অশোকনগর কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই টেবিল টেনিস অ্যাকাডেমি  চালু হওয়ায় যেমন এই খেলার সুযোগ লাভ করবে বিস্তীর্ণ এলাকার ছেলে-মেয়েরা তার পাশাপাশি ইচ্ছে হলে অবসর সময়ে কাটাতে খেলতে আসতে পারেন এলাকার অন্যান্য নাগরিকরাও। ইতিমধ্যেই চালু হয়েছে এই টেবিল টেনিস একাডেমি। বেশ কিছু ছাত্র-ছাত্রী ও ইতিমধ্যেই ভর্তি হয়েছেন টেবিল টেনিস খেলা শেখার জন্য।

আরও পড়ুন -  Nadia News: শিক্ষকদের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় ছাত্রদের মারধরের অভিযোগ

অশোকনগর টাউন অলিম্পিক্স কমিটির উদ্যোগে কেনা হয়েছে অত্যাধুনিক মানের টেবিল টেনিস বোর্ড। সেখানেই সপ্তাহের নির্দিষ্ট দিনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খেলোয়াড়দের। বেশ কিছু প্রতিভাবান ও স্টেট লেভেল খেলার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়রাও প্র্যাকটিসের জন্য যোগ দিয়েছেন এই অ্যাকাডেমিতে। সপ্তাহে শনি ও রবিবার ছুটির দিনে বিকেলে খেলোয়ারদের দুটি দলে বিভক্ত করে চলছে ক্লাস।

আরও পড়ুন -  Purba Bardhaman News: স্ত্রী বাপের বাড়ির থেকে টাকা আনতে না পারায় নোড়া মেরে খুন, অবশেষে স্বামীর শাস্তি

একসময়ে খেলাধুলায় গৌরবময় ঐতিহ্য ছিল অশোকনগরের, যা আজ অনেক অংশে হারিয়ে যেতে বসেছে বলেই মনে করেন অশোকনগর এর একাংশের মানুষ। খেলাধুলা বলতে ক্রিকেট আর ফুটবল ছাড়া আর কিছুই সেভাবে শেখার সুযোগ ছিল না এই বিস্তীর্ণ অঞ্চলে। সেখানে দাঁড়িয়ে অশোকনগর টাউন অলিম্পিকের এই উদ্যোগে নতুন করে ক্রীড়া ক্ষেত্রে গতি পেল বলেই মনে করছেন অনেকে। ইতিমধ্যেই প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এই টেবিল টেনিস একাডেমীর সঙ্গে যুক্ত হয়েছেন।

Netaji Subhash Sangha Clubhttps://maps.app.goo.gl/ubpNo8Gt1yHA8PXj9

কাজকর্মের ফাঁকে শরীর সুস্থ রাখতে সাথে খেলাধুলার চর্চা করতে বহু মানুষ এই একাডেমিতে টেবিল টেনিস খেলতে আসছেন। পরবর্তীতে এই একাডেমি কে আরো কিভাবে উন্নত করা যায় সেই বিষয়েও চিন্তাভাবনা শুরু করেছেন উদ্যোক্তারা। এলাকায় নতুন একটি ক্রীড়া একাডেমি তৈরি হওয়ায় অভিভাবকরাও সন্তানদের টেবিল টেনিস খেলায় উৎসাহ যোগাচ্ছেন। নতুন এই টেবিল টেনিস একাডেমিতে ব্যাট হাতে নিয়ে প্র্যাকটিসে মত্ত খেলোয়াড়রা।

Rudra Narayan Roy
Published by:Debalina Datta
First published:

Tags: Ashok Nagar, Table Tennis