North 24 Parganas News- অশোকনগরে বামেদের প্রচারে চলছে 'পুষ্পা সং'
- Published by:Samarpita Banerjee
Last Updated:
'পুষ্পা সং' এর আদলে প্যারোডি করে বামেদের ডিজিটাল প্রচার অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর নির্বাচনে
#উত্তর ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনে 'টুম্পা সোনা' গানের পর, অশোকনগরে পুরভোটের প্রচারে এবার ঝড় তুলেছে 'পুষ্পা'। ভোট বাজার ধরতে সোশ্যাল মিডিয়ার উপরই বেশি জোর দিয়েছে বামেরা। ইতিমধ্যেই এই গান বেশ জনপ্রিয়তা লাভ করেছে অশোকনগর এলাকায় (North 24 Parganas News)। বাম সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ভাইরাল এই পুষ্পা সং। তবে বামেদের এই গান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পুষ্পার গানের তালে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে তৈরি হয়েছে অশোকনগর কল্যাণগড় পুরসভার বামেদের এই কার্টুন প্রচার ও থিম সং। গানটির ট্যাগলাইলে রয়েছে, এই বার বামফ্রন্ট অশোকনগরে বামফ্রন্ট। যা ইতিমধ্যেই এলাকার বাম কর্মীদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঘুরছে। পাশাপাশি অশোকনগরের সিপিএমের সোশ্যাল মিডিয়াতেও ভাসছে এই প্যারোডি। যুবক-যুবতী থেকে বিভিন্ন বয়সের মানুষেরা এখন সোশ্যাল মিডিয়ায় এই পুষ্পা গান দেখে রীতিমতো হাসি ঠাট্টায় জুড়ে দিয়েছেন। আর এই সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে ভোটবাক্সে প্রভাব ফেলতে চাইছে বামেরা।
শুধু অনলাইনেই নয়, অফলাইনেও এই গান বাজানো হচ্ছে বাম প্রার্থীদের প্রচারে। অশোকনগর পুর এলাকার অনুন্নয়নের অনেক দিক কার্টুন ও গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে বামেদের এই থিম সং এর মাধ্যমে। পাশাপাশি, পুরবোর্ড বামেরা দখল করতে পারলে কী কী উন্নয়ন বা পরিষেবা সাধারণ মানুষকে দেওয়া হবে , সে কথাও এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বামেদের এই হাইটেক প্রচারকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব (North 24 Parganas News)।
advertisement
স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে জানানো হয়, "এই সব গান বাজিয়ে কোনও লাভ নেই! বিধানসভা ভোটে দেখছি টুম্পা গানে বামফ্রন্টের অনেক লাফালাফি, কি হল! জিরো। এবার আবার দেখছি পুষ্পা গানের একটি প্যারোডি তৈরি করেছে। পুরোটাই নকল করে চলছে এখনকার বামফ্রন্ট। এইসব গানের থেকে খেলা হবে গান অশোকনগরে অনেক জনপ্রিয়।" ইতিমধ্যে তৃণমূল ২৩/০ গোলে জিতে আছে অশোকনগর পুরসভায় বলে জানান ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস ভট্টাচার্য। পাশাপাশি এই গান প্রসঙ্গে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, অতীতের বাম নেতৃত্ব থাকলে, আজকে বামেদের এই গান শুনে গলায় দড়ি দিতেন তারা। একদিকে বামেদের পুষ্পা সং অপরদিকে খেলা হবে গানের মধ্য দিয়েই অশোকনগর পৌরসভা নির্বাচন রীতিমতো জমে উঠেছে। কোন গান বাজিমাত করে, ভোটের ফলাফল তা জানিয়ে দেবে। আর তার জন্য অপেক্ষা আরো বেশ কিছু দিনের।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
February 23, 2022 6:03 PM IST