North 24 Parganas News : বন্ধ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত বাণিজ্য ! জানুন বিস্তারিত

Last Updated:

North 24 Parganas News: অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হল বনগাঁর পেট্রোপোল সীমান্তে।

প্রতিবাদে বন্ধ সীমান্ত বাণিজ্য
প্রতিবাদে বন্ধ সীমান্ত বাণিজ্য
#উত্তর ২৪ পরগনা: নেই অন্যান্য দিনের মতন ব্যস্ততা। সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক (North 24 Parganas News)। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হল বনগাঁর পেট্রোপোল সীমান্তে। ফলে ব্যাহত সীমান্ত বাণিজ্য। এদিন সকাল থেকেই শ্রমিক ইউনিয়নের ডাকা বন্ধে প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহনে।
বনগাঁ পেট্রোপোল সীমান্তের প্রতিবাদকারীদের অভিযোগ, উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বনগাঁ পেট্রাপোল বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির সিদ্ধান্তে সমস্যায় পড়ছেন পোর্টের ব্যবসায়ীরা। তাদের আরও অভিযোগ, চেকিং এর নামে প্রায়ই অত্যাচার চালায় বিএসএফ। এরই প্রতিবাদে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে দেন ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, বনগাঁ গুডস (North 24 Parganas News)ট্রানস্পর্ট অ্যাসোসিয়েশন সহ কয়েকটি সংগঠন সংগঠন।
advertisement
বিএসএফ মোড়ে বিক্ষোভ দেখান ট্রান্সপোর্ট কর্মীরা(North 24 Parganas News)। এমনকি পেট্রোলগামী গাড়ি আটকে বিক্ষোভে শামিল হওয়ারও আহ্বান দেখা গেল বন্ধ সমর্থক কারীদের। শ্রমিক নেতা খোকন পালের বক্তব্য, গাড়ির হেলপার নিয়ে পোর্ট এর মধ্যে কোন ট্রান্সপোর্টারকে ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজ্যের সমস্ত জায়গায় এক নিয়ম চালু থাকলেও পেট্রাপোলে রয়েছে অন্য নিয়ম। আন্দোলনকারীদের এহেন আচরণে ক্ষুব্ধ শুল্ক দফতরের আধিকারিকরা।
advertisement
advertisement
দপ্তরের আধিকারিক কমলেশ সাহানি জানান, 'সুরক্ষার প্রয়োজনে কিছু নিয়ম বলবৎ করা হয়েছে। সেই নিয়ম গুলো মানলে আখেরে সুবিধা হবে দেশের সুরক্ষার।' অনির্দিষ্টকালের জন্য পেট্রাপোল সীমান্তে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ায় বেশ সমস্যায় পড়েছেন সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীরা। কিভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়, এখন সেই রাস্তাই খুঁজতে তৎপর দু'পক্ষ।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News : বন্ধ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত বাণিজ্য ! জানুন বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement