Air Arabia: দারুণ খবর ! আগামী মাস থেকেই কলকাতা-আবুধাবি বিমান চালাতে চলেছে এয়ার আরবিয়া

Last Updated:

Air Arabia from Kolkata: আগামী ১৫ মার্চ থেকে সপ্তাহে তিনদিন কলকাতা থেকে মরুশহর আবুধাবি পর্যন্ত বিমান ওড়াবে এয়ার আরবিয়া।

আগামী মাস থেকেই কলকাতা আবুধাবি বিমান চালাতে চলেছে এয়ার আরবিয়া
আগামী মাস থেকেই কলকাতা আবুধাবি বিমান চালাতে চলেছে এয়ার আরবিয়া
উত্তর ২৪ পরগনা: আগামী মাসেই চালু হতে চলেছে কলকাতা থেকে আবুধাবি পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা। আর তা চালাবে মধ্য প্রাচ্যের বিমান সংস্থা এয়ার আরবিয়া। জানা গিয়েছে, আগামী ১৫ মার্চ থেকে সপ্তাহে তিন দিন সিটি অফ জয় থেকে মরুশহর আবুধাবি পর্যন্ত বিমান ওড়াবে এয়ার আরবিয়া। সোম, বুধ ও শনিবার-সপ্তাহে তিনদিন আবুধাবি থেকে বিমান ছেড়ে রাত ৮ টা ২০ মিনিট নাগাদ বিমানটি কলকাতায় অবতরণ করবে। আবার রাত ৯টা ৫ মিনিট নাগাদ সেটি যাত্রী নিয়ে আবুধাবির উদ্দেশ্যে উড়ে যাবে।
ইতিমধ্যে এই সংস্থা ভারতের মুম্বই, চেন্নাই, আহমেদাবাদ, কোচি, কালিকাট, তিরুঅনন্তপুরম শহরে বিমান পরিষেবা দিচ্ছে বলেই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। এয়ার আরবিয়ার সিইও আদেল এ আলি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘‘কলকাতা একটা প্রাণবন্ত শহর। নতুন এই রুটের ফলে দুটি শহরের মধ্যে আরও বেশি করে ব্যবসা, সাংস্কৃতিক মেলবন্ধন, পর্যটন ভাল হবে। যাত্রীদের চাহিদা মেনে যা যা দরকার তার সবরকম পরিষেবা দেওয়া হয় আমাদের সংস্থার পক্ষ থেকে।’’
advertisement
advertisement
এয়ার আরবিয়া একটি লো কস্ট এয়ারলাইন। অর্থাৎ অন্যান্য সংস্থার থেকে এই বিমানের টিকিটের দাম যথেষ্ট সস্তা। সংযুক্ত আরব আমিরাশাহির রাজধানী আবুধাবি থেকে এটি বিশ্বের ২৮ টি শহরে পরিষেবা দিয়ে থাকে। এর আগে কলকাতা থেকে সংযুক্ত আরব আমিরশাহি পর্যন্ত সরাসরি বিমান চালিয়ে আসছে এমিরেটস, এতিহাদ-সহ চারটি আন্তর্জাতিক উড়ান সংস্থা। কিন্তু কোভিডের জন্য একে একে সব উড়ান বন্ধ হয়ে যায়।
advertisement
সংস্থা সূত্রে খবর, এয়ার আরবিয়া এ-৩২০ এয়ারবাস করে বিমান পরিষেবা দেবে দুই শহরের মানুষকে। বিমানের সবকটি আসন ইকনমি ক্লাসের। বিমানের ভাড়া ন্যূনতম ২৫ হাজার টাকা হবে। আপাতত তিনদিন বিমান চলাচল করলেও যাত্রী বাড়লে বিমান সংখ্যা বাড়ানো হতে পারে। এই বিমানের যাত্রীরা ‘স্কাই টাইম’ উপভোগ করতে পারবেন। অর্থাৎ বিমান যাত্রীরা তাঁদের মোবাইল বা ল্যাপটপের সাহায্যে বিমানের বিশেষ সাইট ব্যবহার করে একাধিক বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন। আপাতত বিমান সংস্থার ওয়েবসাইট ব্যবহার করে যাত্রীরা টিকিট বুক করতে পারবেন বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Air Arabia: দারুণ খবর ! আগামী মাস থেকেই কলকাতা-আবুধাবি বিমান চালাতে চলেছে এয়ার আরবিয়া
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement