North 24 Parganas News- শিশুদের মুখে হাসি ফুটিয়ে মায়ের শেষ ইচ্ছেপূরণ মেয়ের

Last Updated:

মায়ের শেষ ইচ্ছে এভাবেই পূরণ করলেন মেয়ে, নিষ্পাপ শিশুদের মুখে হাসি ফুটিয়ে নিজেও পেলেন আত্মতৃপ্তি

ইটভাটার শিশুদের সাথে মঞ্জু দেবী
ইটভাটার শিশুদের সাথে মঞ্জু দেবী
#উত্তর ২৪ পরগনা: বাচ্চাদের ভালবাসতেন শোভা দাস। সুযোগ পেলেই সময় কাটাতেন বাচ্চাদের সঙ্গে।দুঃস্থ বাচ্চাদের মুখে তুলে দিতেন খাবার। পরলোক গমন করেছেন শোভা দেবী (North 24 Parganas News)। মায়ের মৃত্যু কালীন সময়ে ইচ্ছে ছিল, তাই মায়ের ইচ্ছে কে গুরুত্ব দিয়ে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ইটভাটার প্রায় শতাধিক দুঃস্থ শিশুদের হাতে দুপুরের খাবার তুলে দিলেন মেয়ে। হাতে খাবারের প্যাকেট পেয়ে ছোট ছোট নিষ্পাপ মুখে খুশির ঝিলিক দেখে আবেগে ৬৫ বছরের মেয়ে মঞ্জু নন্দী বলেই ফেললেন, "মা ঠিক এমনটাই চাইতেন।"
এই মানবিক কর্মযজ্ঞের সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার অশোকনগরের ঊষা ইটভাটা(North 24 Parganas News)। হাবড়ার বাসিন্দা মঞ্জু নন্দীর কাছে মৃত্যুর আগে শেষ কয়েকটি বছর কাটিয়ে ছিলেন তার মা শোভা দাস। মা ছোট ছোট ছেলেমেয়েদের খুব ভালোবাসতেন। কোনো দুঃস্থ শিশু বা মহিলাদের দেখলে নিজে হাতে তাদের খাওয়াতেন। মায়ের ইচ্ছে ছিল তার মৃত্যুদিনে যেন এভাবেই দুঃস্থ বাচ্চাদেরকে পেট ভরে খাওয়ানো হয়। মায়ের শেষ ইচ্ছে পূরণ করলেন মেয়ে মঞ্জু নন্দী। মায়ের মৃত্যুবাষির্কীর দিন মঞ্জুদেবী নিজের ভাবনার কথা জানিয়েছিলেন স্থানীয় অশোকনগরের বৈশাখী উৎসব কমিটিকে। তারাই তার মানবিক এই চিন্তার যথার্থ রূপ দিতে তৎপরতা দেখালেন।
advertisement
বৈশাখী উৎসব কমিটির প্রচেষ্টায় অশোকনগরের ঊষা ইটভাটায় প্রায় শতাধিক ইটভাটার শ্রমিকমহল্লার শিশু ও মহিলাদের হাতে দুপুরে খাবারের প্যাকেট তুলে দেন মঞ্জুদেবী। তার এই মানবিক প্রয়াসে, পাশে থাকতে পেরে যথেষ্ঠ উচ্ছ্বসিত বৈশাখী উৎসব কমিটির সদস্যরাও। আধ পেটা খেয়েই অধিক সময় কাটে ইটভাটার এই সমস্ত পিছিয়ে পড়া শিশুদের। একটু বড় হলেই ভাটার কাজে লেগে পরে নাবালকরাও। নিজেদের দুর্দশাময় জীবনের মধ্যেও একটা দিন একটু অন্যরকম ভাবে কাটাতে পেরে নিতান্তই খুশি এই শিশুরাও (North 24 Parganas News)। মায়ের মৃত্যুবার্ষিকীতে ইটভাটার শিশুদের পরম যত্নে মাথায় হাত বুলিয়ে খাবার তুলে দিয়ে, তাদের মুখে হাসি ফোটাতে পেরে মানসিক তৃপ্তি নিয়ে মঞ্জু দেবী জানালেন, "তিনি প্রতিবার মায়ের মৃত্যু বার্ষিকীর দিনটি এহেন দুঃস্থ বাচ্চাদের সঙ্গেই কাটাবেন।"
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- শিশুদের মুখে হাসি ফুটিয়ে মায়ের শেষ ইচ্ছেপূরণ মেয়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement