North 24 parganas News: ফুটবল খেলে ফেরার পথে পুকুরে স্নান! জলে ডুবে মৃত্যু দশম শ্রেণীর মেধাবী ছাত্রের
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:ARUN GHOSH
Last Updated:
North 24 parganas News: স্কুলে ভাল ছাত্র হিসেবে পরিচিত ছিল সেই যুবক। বন্ধুর মৃত্যুতে তার সহপাঠীদের মধ্যেও শোকের ছায়া।
খড়দহ: পর্ণাঘ্য সাহা দশম শ্রেণীর ছাত্র। সাহা পাড়ার বাসিন্দা পানিহাটি সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। এ দিন শান্তিনগর খেলার মাঠে খেলে বাড়ি ফেরার পথে রহড়া বাজারে পাশে কোঅপারেটিভ কলোনি পুকুরে স্নান করতে নামে সেই যুবক। অনুমান, মাঝ পুকুরে গিয়ে দম আটকে গিয়ে ডুবে মারা যায় সে।
খবর পেয়ে ঘটনাস্থলে রহড়া থানা বিশাল পুলিশ বাহিনী আসে। প্রথমে ডুবুরি নামিয়ে খোঁজা হয় এবং পরে ডিরাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ডুবুরিরা এসে দেহটি উদ্ধার করে। দেহটি ময়না তদন্তের জন্য ডক্টর বিএন বোস মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পর পর পুকুর এবং গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে বেশ কিছু যুবক ও কিশোরের।
advertisement
advertisement
সম্প্রতি দুই ভাইয়ের মৃত্যু হয় পুকুরে ডুবে নিমতা এলাকায়। সকালে কাঁকিনাড়ায় চার যুবক স্নান করতে নামলে দুই যুবক জলের তোড়ে ভেসে যায়। পরের দিন তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। ফের একই রকম দুর্ঘটনা। পর্ণ্যঘ্যের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া। স্কুলে ভাল ছাত্র হিসেবে পরিচিত ছিল সে। বন্ধুর মৃত্যুতে তার সহপাঠীদের মধ্যেও শোকের ছায়া।
advertisement
অরুণ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 12:01 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 parganas News: ফুটবল খেলে ফেরার পথে পুকুরে স্নান! জলে ডুবে মৃত্যু দশম শ্রেণীর মেধাবী ছাত্রের