North 24 Parganas News- জেলায় চলছে দিবারাত্র ব্যাপী ফুটবল টুর্নামেন্ট

Last Updated:

করোনা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হতেই, জেলায় চলছে দিবারাত্র ব্যাপী ফুটবল টুর্নামেন্ট

+
চলছে

চলছে দিবারাত্র ব্যাপী ফুটবল টুর্নামেন্ট

#উত্তর ২৪ পরগনা: বারাসত এক নম্বর কোটরা ফলদি হাই স্কুল সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত হল দিবারাত্র ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। এ বছর এই খেলা ১৪ তম বর্ষে পদার্পণ করল। এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি ক্লাব সংগঠন। কোভিড পরবর্তী পরিস্থিতিতে স্বাভাবিক হচ্ছে জনজীবন। গৃহবন্দী জীবন ছেড়ে খেলাধুলা ও শরীর চর্চায় ফিরেছে যুবসমাজ। ফলে আব্দুল আলীম স্মৃতি সংঘের উদ্যোগে যুব সমাজকে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে এই প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেগঙ্গা বিধানসভার বিধায়ক রহিমা মন্ডল, বারাসাত ব্লক ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদু-জ্জামান, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মিন্টু সাহাজি সহ এস. ডি.পি. ও রোহিত শেখ ও দত্তপুকুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। পাশাপাশি খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু দর্শক। বিগত কয়েক বছর ধরে করোনার কারণে বিভিন্ন জায়গায় ক্রীড়াক্ষেত্রে অনুষ্ঠান বন্ধ ছিল। পরবর্তী সময়ে করোনার প্রভাব কমতে আবারো এ ধরনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় বাড়তি উদ্দিপনা জাগাচ্ছে খেলোয়াড়দের মধ্যে ও। জেলার থেকে বহু ফুটবল প্লেয়ার ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় স্তরে স্বীকৃতি লাভ করেছে। তবে সেভাবে প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য অনেক ক্ষেত্রেই পরিলক্ষিত হয় না। এই ধরনের টুর্নামেন্ট এর মাধ্যমে সেই প্রতিভাদের খুঁজে পাওয়া যাবে বলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- জেলায় চলছে দিবারাত্র ব্যাপী ফুটবল টুর্নামেন্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement