Bangla News: হাসপাতালে যাওয়ার পথেই গুরুতর বিপত্তি! তারপর যা হল...শুনলে চমকে উঠবেন
- Reported by:ZIAUL ALAM
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Bangla News: মালদা মেডিকেল কলেজ থেকে কলকাতায় রোগী নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজরে ধাক্কা মারে।
আমডাঙ্গা: ৩৪ নম্বর জাতীয় সড়কে আমডাঙার রায়পুর এলাকায় অ্যাম্বুল্যান্স ও লরির সংঘর্ষ গুরুতর আহত ২। মালদা মেডিকেল কলেজ থেকে কলকাতায় রোগী নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই চালক রোগী সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়।তাদের উদ্ধার করে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয় মানুষ।
অ্যাম্বুল্যান্স চালকের দাবি মালদা থেকে কলকাতায় রোগী নিয়ে যাওয়ার পথেই চালকের ঘুমে চোখ লেগে যায় । টানা কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর হঠাৎই ঘুমিয়ে পড়ে তার জেরেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। সকাল সাড়ে ৭ টা নাগাদ ঘটনাটি ঘটে,ঘটনাস্থলে পৌঁছায় আমডাঙ্গা থানার পুলিশ৷ ঘাতক অ্যাম্বুল্যান্স চালককে আটক করে৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্থ অ্যাম্বুল্যান্স ও লরিটিকে উদ্ধার করেছে।
advertisement
advertisement
অ্যাম্বুল্যান্স চালক রাতভর অ্যাম্বুল্যান্স নিয়ে তড়িঘড়ি কলকাতা যাবার পথেই এই বিপত্তি৷ চালক কি ঘুমিয়ে পড়েছিল না পেশেন্টের অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কলকাতার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা, নাকি অন্য কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি অ্যাম্বুল্যান্স চালক ঘুমিয়ে পড়ার জেরেই লরিতে ধাক্কা মারে ।ঘটনায় রায়পুর এলাকায় চাঞ্চল্য।
advertisement
জিয়াউল আলম
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 10, 2023 11:52 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla News: হাসপাতালে যাওয়ার পথেই গুরুতর বিপত্তি! তারপর যা হল...শুনলে চমকে উঠবেন










