আফগানিস্তানে শান্তি ফেরাতে এই প্রথম বার তালিবানের সঙ্গে বৈঠক ভারতের
Last Updated:
#নয়াদিল্লি: এই প্রথম বার আফগানিস্তানের তালিবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন ভারতীয় প্রতিনিধিরা। এই পদক্ষেপের নেপথ্যে মূল উদ্যোগ ছিল রাশিয়ার! আজ, ৯ নভেম্বর এই বৈঠক হবে মস্কোয়। আফগানিস্তান তথা গোটা অঞ্চলের শান্তি, সুস্থিতি এবং নিরাপত্তার স্বার্থে তালিবানের সঙ্গে আলোচনায় বসবে ভারত। কিন্তু সরকারি স্তরে নয়, আলোচনাকে রাখা হবে ট্র্যাক টু-এর কাঠামোয়।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, '' আফগানিস্তান নিয়ে একটি বৈঠকের আয়োজন করছে রাশিয়া। আফগানিস্তানের শান্তি এবং পুনর্গঠন প্রক্রিয়ায় ভারত বরাবরই সম্পূর্ণ সহায়তা করে এসেছে। আফগানিস্তানের মানুষ এবং সরকারের নেতৃত্বেই সেখানে শান্তি ফেরানোর পক্ষপাতী আমরা।''
এরপরেই জানানো হয়েছে, বৈঠকে ভারত সরকারি ভাবে নয়, ‘নন অফিশিয়াল’ স্তরে যোগ দেবে । প্রতিনিধিত্ব কারা করবেন, সে বিষয়টি এখনও স্পষ্ট করেনি বিদেশ মন্ত্রক।
advertisement
advertisement
এক দিকে যখন শান্তি ফেরানোর চেষ্টা হচ্ছে, অন্যদিকে তখন আফগান সরকার জানিয়েছে, দেশের মধ্য এবং পূর্বাঞ্চলে তালিবানি হামলায় নিহত ১৩ জন পুলিশকর্মী। তবে শান্তির বার্তা দিয়ে আফগান তালিবানের প্রাক্তন উপপ্রধান মোল্লা আব্দুল গনি বরাদর-কে আমেরিকার অনুরোধে জেলমুক্ত করেছে পাক সরকার।
Location :
First Published :
November 09, 2018 10:44 AM IST