কাশ্মীরের অনন্তনাগে গুলিবৃষ্টিতে আশঙ্কাজনক হয়েও বীর বিক্রমে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই সেনাবাহিনীর কুকুরের

Last Updated:

Indian Army Assault Dog Zoom : এর আগেও দক্ষিণ কাশ্মীরে বহু সেনা অভিযানে অংশ নিয়েছে জুম

এর আগেও দক্ষিণ কাশ্মীরে বহু সেনা অভিযানে অংশ নিয়েছে জুম
এর আগেও দক্ষিণ কাশ্মীরে বহু সেনা অভিযানে অংশ নিয়েছে জুম
শ্রীনগর : বীরত্বের নজির তৈরি করল সেনাবাহিনীর কুকুর৷ সোমবার জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি দমনে গিয়ে গুলিবিদ্ধ হয় ভারতীয় সেনার অ্যাসল্ট ডগ জুম৷ গুরুতর আহত হয়েও জঙ্গিদের খুঁজে বার করার কাজে সক্রিয় ছিল সে৷ গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের টঙ্গপাওয়া এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী৷ তাঁদের কাছে খবর ছিল ওই অঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে৷ রবিবার গভীর রাত থেকে শুরু হয় তল্লাশি অভিযান৷ যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল, সেখানে সোমবার সকালে পাঠানো হয় অ্যাসল্ট ডগ জুম-কে৷ সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘‘জুম উচ্চ প্রশিক্ষিত, ভয়ঙ্কর এবং কাজের প্রতি নিবেদিত সারমেয়৷ লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে পেতে প্রশিক্ষিত ছিল জুম৷’’
এর আগেও দক্ষিণ কাশ্মীরে বহু সেনা অভিযানে অংশ নিয়েছে জুম৷ তাই সোমবার সকালে জঙ্গি তল্লাশিতে জুমকে পাঠাতে বেশি বার ভাবতে হয়নি সেনাকর্তাদের৷ সেনা আধিকারিকরা জানিয়েছেন জুম খুঁজে পেয়েছিল জঙ্গিদের অস্তিত্ব৷ সে তাদের দিকে আক্রমণ করে তেড়েও যায়৷ সে সময়েই জঙ্গিদের ছোড়া দু’টি গুলিতে গুরুতর আহত হয় সে৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  রিপোর্টে ভুল হওয়ায় অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু! ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় মহারাষ্ট্র
কিন্তু গুরুতর আহত হয়েও নিজের লক্ষ্যে ও কর্মে অবিচল ছিল জুম৷ তার সক্রিয়তার জন্যই লশকর-এ-তৈবার দুই জঙ্গিকে নিহত করা সম্ভব হয় বলে জানানো হয়েছে সেনা সূত্রে৷ অভিযানের পর ঘটনাস্থল থেকে জুমকে পাঠানো হয়েছে সেনাবাহিনীর পশু চিকিৎসার হাসপাতালে৷ সেখানেই আপাতত তার চিকিৎসা চলছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরের অনন্তনাগে গুলিবৃষ্টিতে আশঙ্কাজনক হয়েও বীর বিক্রমে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই সেনাবাহিনীর কুকুরের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement