Zero Shadow Day: বিরল মহাজাগতিক ঘটনা! এই শহরে গনগনে দুপুরে কিছু ক্ষণের জন্য উধাও হয়ে গেল ছায়া!

Last Updated:

Zero Shadow Day:প্রায় দেড়মিনিট ধরে চলে ছায়াহীন মুহূর্ত৷

বেঙ্গালুরু : কায়াহীনের কাহিনির মতোই আজ, মঙ্গলবার ছায়াহীনের দিন। অর্থাৎ কায়া থাকলেও ছায়া পড়বে না৷ ঠিক দুপুর ১২.১৭ মিনিটে এই ভৌগোলিক অত্যাশ্চর্য ঘটনা ঘটে৷ বেঙ্গালুরু শহর সাক্ষী থাকল এই বিরল মহাজাগতিক ঘটনার৷ বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় জিরো শ্যাডো ডে৷ কিন্তু কেন ঘটে এই ভৌগোলিক ঘটনা? বিজ্ঞানীরা জানিয়েছেন, কোনও একটি নির্দিষ্ট এলাকায় বছরে দু’বার এমন পরিস্থিতি তৈরি হয়।
সূর্যের নিরিখে পৃথিবীর অবস্থানগত পরিবর্তনের কারণেই এমনটা হয়ে থাকে। কোনও নির্দিষ্ট এলাকায় পৃথিবীপৃষ্ঠ থেকে সূর্যের কৌণিক অবস্থানের কারণেই কায়া থাকলেও ছায়া পড়ে না৷ এছাড়া সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সঙ্গেও গভীর সম্পর্ক আছে এই ভৌগোলিক তথা মহাজাগতিক ঘটনার৷
advertisement
মঙ্গলবার দুপুরে বিরল এই মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করল বেঙ্গালুরু৷ সূর্য ঠিক মাথার উপর কার্যত উল্লম্ব ভাবে অবস্থান করায় প্রায় দেড়মিনিট ধরে চলে ছায়াহীন মুহূর্ত৷ যা মনে করিয়ে দিল সুকুমার রায়ের ‘ছায়াবাজি’ ছড়া৷ বিশ্বের নানা জায়গা সাক্ষী থেকেছে এই ঘটনার৷ কলকাতা, ভুবনেশ্বর-সহ একাধিক স্থান সময়বিশেষে হয়ে পড়েছে ছায়াশূন্য৷ আসলে সূর্যের আলোয় কোনও কিছুর ছায়া তৈরি হলেও তা দেখা যায় না। যার ছায়া তারই নীচে আড়ালে চলে যায়।
advertisement
advertisement
গত বছর জুন মাসে কলকাতায় দেখা গিয়েছিল এই ছায়াহীন মুহূর্ত৷ সেদিন সকাল ১১টা ৩৪ মিনিটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় কায়ারা হয়ে পড়েছিল ছায়াহীন৷ ফের ৭ জুলাই বেলা ১১টা ৪১ মিনিটে ফের হারিয়ে গিয়েছিল ছায়া। উল্লম্ব ভাবে থাকা কোনও কিছুরই ছায়া ওই সময় কিছু ক্ষণের জন্য দেখা যায়নি। এর আগে ২০২১ সালেও কলকাতা সাক্ষ্য দেয় ছায়াহীন মুহূর্তের৷
বাংলা খবর/ খবর/দেশ/
Zero Shadow Day: বিরল মহাজাগতিক ঘটনা! এই শহরে গনগনে দুপুরে কিছু ক্ষণের জন্য উধাও হয়ে গেল ছায়া!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement