হোম /খবর /দেশ /
রেসিং বাইক থেকে ছিটকে পড়ে চুরমার হেলমেট! অকালেই ঝরে গেলেন জনপ্রিয় ইউটিউবার

Youtuber Bike Accident Death: রেসিং বাইক থেকে ছিটকে পড়ে চুরমার হেলমেট! অকালেই ঝরে গেলেন জনপ্রিয় ইউটিউবার

রেসিং বাইক থেকে ছিটকে পড়ে চুরমার হেলমেট! অকালেই ঝরে গেলেন জনপ্রিয় ইউটিউবার

রেসিং বাইক থেকে ছিটকে পড়ে চুরমার হেলমেট! অকালেই ঝরে গেলেন জনপ্রিয় ইউটিউবার

Youtuber Bike Accident Death: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশের বিখ্যাত বাইক রাইডার তথা ইউটিউবার অগস্ত্য চৌহান। ইউটিউবে কয়েক লক্ষ ভক্ত তাঁর।

  • Local18
  • Last Updated :
  • Share this:

Reporter: Ranjit Singh

আলিগড়: হামেশাই বেপরোয়া গতির বলি হয় তরুণ সম্প্রদায়। যাঁদের মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যতের সম্ভাবনা। ঠিক এভাবেই ফের অকালেই ঝরে গেল এক সম্ভাবনাময় তরুণের জীবন! পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশের বিখ্যাত বাইক রাইডার তথা ইউটিউবার অগস্ত্য চৌহান। ইউটিউবে কয়েক লক্ষ ভক্ত তাঁর। ফলে মর্মান্তিক এই ঘটনা নিঃসন্দেহে তাঁর ভক্তদের জন্য অত্যন্ত খারাপ সংবাদ।

কিন্তু ঠিক কীভাবে ঘটল এই দুর্ঘটনা? সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনের চক্রতা রোড কাপরি ট্রেড সেন্টারের বাসিন্দা বছর পঁচিশের ওই যুবক রেসিং বাইক চালিয়ে আগ্রা থেকে নয়ডা যাচ্ছিলেন। এভাবেই চলছিল তাঁর ইউটিউব চ্যানেলের জন্য শ্যুটিং। আর এর জন্য অগস্ত্য নিজের রেসিং বাইকে স্পিড তুলেছিলেন প্রতি ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার। কিন্তু আলিগড়ের তাপ্পল থানা এলাকার যমুনা এক্সপ্রেসওয়ের ৪৭-তম মাইলফলকে আচমকা গিয়ে ধাক্কা মারে অগস্ত্যর রেসিং বাইকটি। ফলে নিয়ন্ত্রণ হারান তিনি। সোজা গিয়ে বাইকটি সজোরে ধাক্কা মারে একটি ডিভাইডারে। এতে ছিটকে পড়ে যান অগস্ত্য। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, ওই তরুণের হেলমেটটি ভেঙে চুরমার হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান অগস্ত্য।

আরও পড়ুন- ধুমধাম করে বিয়ে ‘ইন্ডিয়ান আইডল ১২’-খ্যাত গায়কের! বিয়ের ২ দিন পরেই ছেড়ে যেতে হল স্ত্রীকে! কিন্তু কেন?

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তাপ্পল থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে তার ময়নাতদন্তের জন্য গ্রেটার নয়ডার জেওয়ারে অবস্থিত কৈলাস হাসপাতালের মর্গে পাঠায়। বাইকের রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে আলিগড় পুলিশ যোগাযোগ করেছে দেরাদুন পুলিশের সঙ্গে। ঘরের ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়েছে অগস্ত্য চৌহানের পরিবারের সদস্যদের কাছেও। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছেন অগস্ত্যের মা ও বাবা-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। আলিগড়ে ময়নাতদন্তের পরে অগস্ত্যর দেহ দেহরাদুনে নিয়ে যাবেন তাঁর পরিবারের সদস্যরা।

এই প্রসঙ্গে আলিগড়ের সিনিয়র পুলিশ সুপার আইপিএস অফিসার কালনিধি নাইথানি বলেন যে, “এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিখ্যাত ইউটিউবার বাইক রেসার অগস্ত্য চৌহানের। ময়নাতদন্তের শেষে তাঁর পরিবারের হাতেই তুলে দেওয়া হবে অগস্ত্যর মৃতদেহ। তাই সকলের কাছে আমাদের আর্জি, গাড়ি চালানোর সময় গতি সর্বদা নিয়ন্ত্রণে রাখা উচিত। বেপরোয়া গতির কারণে হামেশাই সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে গাড়ি চালানো একেবারেই ঠিক নয়।”

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Accident Death, Bike Accident, Youtuber