corona virus btn
corona virus btn
Loading

তিন তালাক বলায় কষিয়ে ৩টে চড় মারলেন স্ত্রী! দেখুন ভাইরাল ভিডিও

তিন তালাক বলায় কষিয়ে ৩টে চড় মারলেন স্ত্রী! দেখুন ভাইরাল ভিডিও

যুবকটিও ছেড়ে কথা বলার পাত্র নন ৷ তিনিও উল্টে পড় মারেন স্ত্রীর গালে ৷

  • Share this:

#মুজঃফরপুর: চলছিল পঞ্চায়েতের সালিশি সভা ৷ সেখানেই ঘটল এমন ঘটনা ৷ যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হল ৷ ঘটনাটি ঘটেছে বিহারের মুজঃফরপুরের সিরাজিয়া গ্রামে ৷ ভিডিওতে দেখা যায়, কম বয়সী এক দম্পতি মুখোমুখি বসে আছে ৷ পাশ থেকে অনেকেই যুবকটিকে উৎসাহ যোগাচ্ছে ৷ সকলের সামনে স্ত্রীকে ‘তালাক’ দিয়ে দেওয়ার জন্য বারবার বলছে তাঁকে ৷ এরপরেই রেগে গিয়ে যুবককে সটান ৩টে চড় কষিয়ে দেন স্ত্রী ৷ যুবকটিও ছেড়ে কথা বলার পাত্র নন ৷ তিনিও উল্টে পড় মারেন স্ত্রীর গালে ৷ তখন স্থানীয়রা ছুটে এসে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন ৷ জানা গিয়েছে, মহম্মদ দুলারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয়েছিল সোনি খাতুনের ৷ কিন্তু ভালবেসে বিয়ে করায় পরিবারের কেউই তাঁদের বিয়ে মেনে নেননি ৷ এই নিয়েই অশান্তি শুরু হয় সংসারে ৷ এরপরেই তাঁদের সমস্যা সমাধানে আসরে নামে স্থানীয় পঞ্চায়েত ৷ পঞ্চায়েত প্রধানের পরামর্শে স্ত্রীকে তিন তালাক দেবেন বলে মনস্থির করেন দুলারে ৷ কিন্তু সে কথা সকলের সমানে স্ত্রীকে বলতেই রেগে গিয়ে স্বামীকে চড় মারেন সোনি ৷

পুরো খবর পড়ুন
अगली ख़बर