তিন তালাক বলায় কষিয়ে ৩টে চড় মারলেন স্ত্রী! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

যুবকটিও ছেড়ে কথা বলার পাত্র নন ৷ তিনিও উল্টে পড় মারেন স্ত্রীর গালে ৷

#মুজঃফরপুর: চলছিল পঞ্চায়েতের সালিশি সভা ৷ সেখানেই ঘটল এমন ঘটনা ৷ যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হল ৷
ঘটনাটি ঘটেছে বিহারের মুজঃফরপুরের সিরাজিয়া গ্রামে ৷ ভিডিওতে দেখা যায়, কম বয়সী এক দম্পতি মুখোমুখি বসে আছে ৷ পাশ থেকে অনেকেই যুবকটিকে উৎসাহ যোগাচ্ছে ৷ সকলের সামনে স্ত্রীকে ‘তালাক’ দিয়ে দেওয়ার জন্য বারবার বলছে তাঁকে ৷ এরপরেই রেগে গিয়ে যুবককে সটান ৩টে চড় কষিয়ে দেন স্ত্রী ৷ যুবকটিও ছেড়ে কথা বলার পাত্র নন ৷ তিনিও উল্টে পড় মারেন স্ত্রীর গালে ৷ তখন স্থানীয়রা ছুটে এসে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন ৷
advertisement
জানা গিয়েছে, মহম্মদ দুলারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয়েছিল সোনি খাতুনের ৷ কিন্তু ভালবেসে বিয়ে করায় পরিবারের কেউই তাঁদের বিয়ে মেনে নেননি ৷ এই নিয়েই অশান্তি শুরু হয় সংসারে ৷ এরপরেই তাঁদের সমস্যা সমাধানে আসরে নামে স্থানীয় পঞ্চায়েত ৷ পঞ্চায়েত প্রধানের পরামর্শে স্ত্রীকে তিন তালাক দেবেন বলে মনস্থির করেন দুলারে ৷ কিন্তু সে কথা সকলের সমানে স্ত্রীকে বলতেই রেগে গিয়ে স্বামীকে চড় মারেন সোনি ৷
advertisement
advertisement
As he said Talaq.. Talaq.. Talaq...
Mauhtarma gave Tadaak..Tadaak..Tadaak pic.twitter.com/W9r5m1lrri
— THE VOTER
বাংলা খবর/ খবর/দেশ/
তিন তালাক বলায় কষিয়ে ৩টে চড় মারলেন স্ত্রী! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement