এবার গঙ্গাজল পাওয়া যাবে অনলাইনে
Last Updated:
এত দিন পর্যন্ত মোবাইল ফোন, শাড়ি, গয়না, জামা কাপড় অনলাইনে পাওয়া যেত ৷ এবার গঙ্গাজলও কিনতে পাওয়া যাবে অন লাইনে ৷
#নয়াদিল্লি: এত দিন পর্যন্ত মোবাইল ফোন, শাড়ি, গয়না, জামা কাপড় অনলাইনে পাওয়া যেত ৷ এবার গঙ্গাজলও কিনতে পাওয়া যাবে অন লাইনে ৷ ঘরে বসেই অর্ডার দেওয়া যাবে গঙ্গাজলের ৷
কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সোমবার জানিয়েছেন, ‘আমার কাছে গঙ্গাজল সংক্রান্ত বহু অনুরোধ এসেছে প্রচুর মানুষের কাছ থেকে ৷ তাই ই কমার্সের মাধ্যমে পবিত্র গঙ্গাজল যাতে মানুষের কাছে পৌঁছনো যায়, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷’
তিনি ডাকবিভাগকে ই কমার্সের মাধ্যমে হরিদ্বার, হৃষিকেশ থেকে মানুষের কাছে গঙ্গা জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন ৷
advertisement
advertisement
রবিশঙ্কর প্রসাদ জানান, ‘যদি একজন পোস্টম্যান মোবাইল ফোন, শাড়ি, গয়না, বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারেন, তাহলে গঙ্গাজল নয় কেন ?’
এই পদক্ষেপে লাভবান হতে চলেছে ই কমার্সের ইন্ডাস্ট্রি বলে মনে করা হচ্ছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2016 12:56 PM IST