Yogi Adityanath: 'উত্তরপ্রদেশে মোদির জয়, ডবল ইঞ্জিনের উন্নয়নে ভরসা’, রেকর্ড জয়ে বললেন যোগী আদিত্যনাথ

Last Updated:

Yogi Adityanath: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই কার্যত নেপথ্যের নায়ক বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তর প্রদেশে ফের যোগীরাজ 
ফাইল ছবি।
উত্তর প্রদেশে ফের যোগীরাজ ফাইল ছবি।
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh election 2022) জয়লাভ করে বিজেপি (bjp) রেকর্ড গড়েছে। উত্তরপ্রদেশ রাজ্যের রাজনীতিতেও তা এক ইতিহাসও বটে। রেকর্ড যোগী আদিত্যনাথের ক্ষেত্রেও। পাঁচ বছর পুরো সময় ক্ষমতায় থাকার পরে ফের পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন তিনি (Yogi Adityanath)।
advertisement
advertisement
উত্তরপ্রদেশের (Uttar Pradesh election 2022) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  (Yogi Adityanath) বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই কার্যত নেপথ্যের নায়ক বলেছেন।
যোগী আদিত্যনাথের  (Yogi Adityanath) কথায় “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বিজেপি ইতিহাস গড়তে চলেছে। এটি উন্নয়নের জন্য একটি আদেশ এবং জনগণের আশীর্বাদ। ডবল ইঞ্জিন সরকার একটি নিরাপদ পরিস্থিতির ভরসা জোগাতে সমর্থ হয়েছে”। লখনউতে তখতে বসা সুনিশ্চিত করে তাঁর বিজয় বার্তায় এমনটাই বললেন যোগী আদিত্যনাথ।
advertisement
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে উত্তর প্রদেশ (Uttar Pradesh election 2022) মানেই ছিল কংগ্রেস (Congress)। বিভিন্ন সময়ে সেই রাজ্য থেকে লোকসভায় জয়ী হয়েছেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি এবং পরবর্তী সময়ে সনিয়া, রাহুলরা। কিন্তু সেখানেই আস্তে আস্তে ক্ষমতা কমতে কমতে এখন প্রায় শূন্যে গিয়ে ঠেকেছে। কংগ্রেসের সময়েও কোনও নেতা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসেছেন। তৎকালীন সময়ে চারজন মুখ্যমন্ত্রী ক্ষমতায় ফিরেছেন। কিন্তু কেউই পাঁচবছরের পূর্ণ সময় থাকতে পারেননি। নারায়ণ দত্ত তিওয়ারি হলেন শেষ মুখ্যমন্ত্রী যিনি ১৯৮৫ সালে ক্ষমতায় থাকার পরেও ফের অবিভক্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন। সেদিক থেকে বলতে গেলে যোগী আদিত্যনাথ ৩৭ বছর আগেকার রেকর্ড ছুঁলেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Yogi Adityanath: 'উত্তরপ্রদেশে মোদির জয়, ডবল ইঞ্জিনের উন্নয়নে ভরসা’, রেকর্ড জয়ে বললেন যোগী আদিত্যনাথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement