Exclusive: 'মুসলিমদের আমার সঙ্গে যা সম্পর্ক, আমারও তাই', নির্বাচনের মুখে দাবি যোগী আদিত্যনাথের

Last Updated:

তাঁকে গোরক্ষপুর কেন্দ্র থেকে প্রার্থী করার জন্যও দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath)৷

প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী যোগী আদিত্যনাথ৷
প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী যোগী আদিত্যনাথ৷
#গোরক্ষপুর: উত্তর প্রদেশ নির্বাচনের (Uttar Pradesh Elections) আর এক সপ্তাহও বাকি নেই৷ এই প্রথমবার বিধানসভার নির্বাচনে প্রার্থী হয়েছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)৷ শুক্রবারই মনোনয়ন জমা দিয়েছেন তিনি৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার পর প্রথম এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নেটওয়ার্ক ১৮ গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীর কাছে যোগী আদিত্যনাথের দাবি, এবারেও বিজেপি তিনশোর বেশি আসন নিয়ে উত্তর প্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছে৷
গোরক্ষনাথ মন্দিরে বসে দেওয়া এই সাক্ষাৎকারে ভোট ব্যাঙ্ক রাজনীতির কড়া সমালোচনা করেছেন যোগী আদিত্যনাথ৷ তাঁর মতে, ভোট ব্যাঙ্কের রাজনীতি করে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করা উচিত নয়৷ একই সঙ্গে সংসদে কাশ্মীর নিয়ে করা রাহুল গান্ধির মন্তব্যেরও সমালোচনা করেন যোগী আদিত্যনাথ৷
advertisement
advertisement
উত্তর প্রদেশে তাঁর সরকারের শাসনকালে মুসলিমদের অবস্থা নিয়ে নানা কথা উঠেছে৷ নানা অভিযোগ করেছেন বিরোধীরাও৷ তাঁর সঙ্গে মুসলিমদের সম্পর্ক কেমন, এ বিষয়ে প্রশ্ন করা হলে যোগী আদিত্যনাথের জবাব, 'মুসলিমরা আমার সঙ্গে যেমন সম্পর্ক রাখেন, আমিও তাঁদের সঙ্গে সেরকম সম্পর্কই বজায় রাখি৷'
advertisement
তাঁকে গোরক্ষপুর কেন্দ্র থেকে প্রার্থী করার জন্যও দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ যদিও যোগী আদিত্যনাথের দাবি, গোটা রাজ্যের সঙ্গেই তিনি পরিচিত৷ তাঁকে কোন কেন্দ্র থেকে প্রার্থী করা হবে, সেই সিদ্ধান্তও তিনি দলের উপরেই ছেড়েছিলেন বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ৷ তিনি বলেন, 'গোরক্ষপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার জন্য মোদিজি, অমিত শাহজির কাছে আমি কৃতজ্ঞ৷'
advertisement
২০১৭ সালে উত্তর প্রদেশে ঐতিহাসিক জয় পেয়েছিল বিজেপি৷ এবারেও তার পুনরাবৃত্তি হবে বলেই দাবি করছেন যোগী আদিত্যনাথ৷ তিনি বলেন, 'গণতন্ত্রে মানুষের আস্থা অর্জন করা বড় কৃতিত্ব৷ উত্তর প্রদেশ সহ গোটা দেশের মানুষই যে ২০১৪, ২০১৭ এবং ২০১৯-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে আস্থা দেখিয়েছেন, এ বিষয়ে কোনও সন্দেহ নেই৷ স্বাধীনতার পর কোনও জননেতা সাধারণ মানুষের এতখানি আস্থা অর্জন করতে সক্ষম হননি৷' এ বারেও বিভিন্ন জনমত সমীক্ষায় উত্তর প্রদেশের নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে যে সমস্ত পূর্বাভাস দেওয়া হচ্ছে, তাকে গুরুত্ব দিতে নারাজ যোগী আদিত্যনাথ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Exclusive: 'মুসলিমদের আমার সঙ্গে যা সম্পর্ক, আমারও তাই', নির্বাচনের মুখে দাবি যোগী আদিত্যনাথের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement