#কানপুর: উত্তর প্রদেশের কানপুরে দুষ্কৃতীদের সঙ্গে এনকাউন্টারে মৃত পুলিশকর্মীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ শুক্রবার এই ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ পাশাপাশি তিনি দাবি করেন, ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে৷
এ দিন কানপুরে পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে গুলির লড়াইয়ে ৮ জন পুলিশকর্মী প্রাণ হারান৷ ২ দুষ্কৃতীও মারা যায়৷
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আর্থিক ক্ষতিপূরণের পাশাপাসি নিহত পুলিশকর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে৷
In Kanpur encounter, our 8 policemen lost their lives & 2 criminals died. Sacrifice of our policemen won't go in vain. People responsible for this, won't be spared. Govt will provide an ex gratia of Rs 1 crore each to kin of deceased, pension & govt job: UP CM Yogi Adityanath pic.twitter.com/wItmVmCyYS
— ANI UP (@ANINewsUP) July 3, 2020
এ দিন সকালে কানপুরের চৌবেপুর থানা এলাকার বিকরু গ্রামে বিকাশ দুবে নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করতে পৌঁছয় পুলিশের একটি দল৷ তখনই বাড়ির ছাদ থেকে পুলিশবাহিনীকে লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা৷ পাল্টা জবাব দেয় পুলিশও৷ সেই সংঘর্ষেই প্রাণ হারান ৮ জন পুলিশকর্মী৷
ঘটনায় উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ যদিও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, এই ঘটনা অভিযুক্ত কাউকেই রেয়াত করা হবে না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।