IMA on Ramdev: চিকিৎসকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান রামদেব, না হলে ১হাজার কোটির জরিমানা, দাবি আইএমএ-র

Last Updated:

যোগগুরুকে (Yogaguru Ramdev) স্পষ্ট কথায় সতর্ক করে জানানো হয়েছে যে, এই চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে (Indian Medical association)।

#দেহরাদুন: যোগগুরু স্বামী রামদেব (Yoga guru Ramdev) এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (Indian Medical Association) মধ্যে বিবাদ চলছেই৷ চিকিৎসক এবং মূলত আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসার (allopathy)  বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য করার ফলে রামদেবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় আইএমএ (IMA)৷ এবার আইএমএর উত্তরাখণ্ড (Uttrakhand IMA) শাখা পতঞ্জলি (Patanjali)যোগপিঠ প্রধান স্বামী রামদেবের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়েছে। এই নোটিশে (Defamation case) বলা হয়েছে যে বাবা রামদেবকে ১৫ দিনের মধ্যে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, না হলে আইএমএ তাঁর বিরুদ্ধে ১হাজার কোটি টাকা দাবি করবে। চিকিৎসক সংগঠনের দাবি যে, রামদেবকে এই বক্তব্যের বিরুদ্ধে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, অন্যথায় এই দাবি আইনত অস্বীকার করা হবে।
IMA on Ramdev IMA on Ramdev
কয়েকদিন আগেই বাবা রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়েছিল (Ramdev Viral video)৷ তাতে দেখা গিয়েছিল যে যোগগুরু অনেকে সঙ্গে বসে যোগাসন করছেন৷ সেখানেই তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে বোকা বিজ্ঞান বলে মস্করা করছেন (Modern science) ৷ এতেই মারাত্মক চোটে যান দেশের চিকিৎসক কূল৷ করোনা পরিস্থিতিতে যেভাবে রাত দিন এক করে তাঁরা চিকিৎসা করছেন তার পরে তাঁদের নিয়ে এধরণের ঠাট্টা মোটেই ভালভাবে নেননি তাঁরা৷ তাই তো যোগগুরু রামদেবকে আগেই নোটিশ পাঠিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)৷ রামদেবের মন্তব্যকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে তাঁর মন্তব্য ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে তাঁকে চিঠিও পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (Health Minister Harsh vardhan)। চাপের মুখে ক্ষমা চাইলেও, পাল্টা অ্যালোপ্যাথি নিয়ে ফের প্রশ্ন তোলেন যোগগুরু৷
advertisement
advertisement
এবার আইনি নোটিশে পাঠিয়ে আইএমএ তাঁকে অপরাধ হিসাবে উল্লেখ করে শাস্তি ও জরিমানার কথাও বলা জানিয়েছে। যোগগুরুকে স্পষ্ট কথায় সতর্ক করে জানানো হয়েছে যে, এই চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তাঁর আগের বক্তব্যের ভিডিও যেমন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছিল, তেমনিভাবে বাবা রামদেবেরও ক্ষমা চাওয়ার ভিডিও প্রকাশ করা উচিত। এছাড়াও লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, না হলে তাঁকে ১ হাজার কোটি (1 thousand crore) টাকা জরিমানা দিতে হবে।
advertisement
পতঞ্জলির করোনিল নিয়েও আপত্তি তুলেছে আইএমএ৷ করোনার চিকিৎসার জন্য যে ভাবে করোনিলের প্রচার হয়েছে তা অত্যন্ত বিভ্রান্তিমূলক বলে তাদের দাবি৷ এই সমস্ত প্রচার বন্ধ করতে হবে সংস্থাকে না হলে অভিযোগ দায়ের করবে আইএমএ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IMA on Ramdev: চিকিৎসকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান রামদেব, না হলে ১হাজার কোটির জরিমানা, দাবি আইএমএ-র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement