বিজেপি ছাড়ার পাশাপাশি রাজনীতি থেকেই সন্ন্যাস যশবন্তের
Last Updated:
‘‘ সঙ্কটে দেশের গণতন্ত্র। যারা দেশের বিপদ ডেকে এনেছে তাদের রেয়াত নয়... ৷ ’’
#পটনা: ‘‘ সঙ্কটে দেশের গণতন্ত্র। যারা দেশের বিপদ ডেকে এনেছে তাদের রেয়াত নয়... ৷ ’’ নাম না করে মোদিকে বিঁধে বিজেপি ছাড়লেন যশবন্ত সিনহা। আজ, শনিবার পটনায় রাষ্ট্র মঞ্চ নামে একটি ফোরামের সভায় দলত্যাগের কথা জানান বাজপেয়ী জমানার ওই মন্ত্রী। দল থেকে সন্ন্যাস নিলেও রাজনীতির চর্চা থামাচ্ছেন না তিনি। দলত্যাগের দিনেও জেহাদ জারি রেখেছেন যশবন্ত।
নোটবাতিল থেকে বেহাল অর্থনীতি। কৃষক স্বার্থ থেকে বিদেশনীতি। প্রায় প্রতিটি ক্ষেত্রেই মোদি সরকারকে বিঁধছিল বিরোধীরা। এমন হাতে গরম বিষয়ে প্রধানমন্ত্রীকে বারবার টার্গেট করছিলেন বিজেপির একাধিক প্রবীণ নেতাও। সেই শিবিরে সামনের সারিতেই ছিলেন যশবন্ত সিনহা। শনিবার, বিজেপি ছাড়ার ঘোষণা করলেন বাজপেয়ী জমানার ওই মন্ত্রী।
advertisement
advertisement
সন্ন্যাস নিলেও, রাজনীতির পরীক্ষা নিরীক্ষা তিনি যে থামাচ্ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন যশবন্ত। দলত্যাগের দিনেও, মোদিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। দিয়েছেন, আন্দোলনে নামার হুঁশিয়ারিও।
একমঞ্চে যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা, তেজস্বী যাদব। রাষ্ট্র মঞ্চের উদ্যোগ নয়া সমীকরণের ইঙ্গিতও দিয়ে রাখল। মোদি- অমিত শাহ জুটির দাপটে দলে কোণঠাসা লালকৃষ্ণ আদবানী, যশবন্ত সিনহা, অরুণ শৌরি, মুরলী মনোহর যোশীর মতো নেতারা। ফেডেরাল ফ্রন্ট গঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা করে মোদি সরকারকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন যশবন্ত। দল ছাড়লেও, ভবিষ্যতেও তিনি যে মোদির পথে কাঁটা বিছোবেন তা স্পষ্ট করে দিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2018 5:57 PM IST