Yash Dasgupta: বলিউডে নায়ক হয়ে ফিরছেন যশ! কোন বলি নায়িকার সঙ্গে প্রেম করবেন নুসরতের সঙ্গী?

Last Updated:

আপাতত জানা যাচ্ছে, তিনি শ্যুটিং করেছেন জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি, অভিনেত্রী লিলেট দুবে এবং টেলি তারকা পার্ল ভি পুরীর সঙ্গে। পরবর্তী অধ্য়ায়ে কাদের সঙ্গে অভিনয় করবেন বাংলার তারকা, তা জানার অপেক্ষায় সবাই।

#মুম্বই: বলিউডে পা রাখলেন যশ দাশগুপ্ত! প্রথম বার বলি নায়ক তিনি। এমনই গুঞ্জনে মেতে টলি এবং বলিপাড়া। এর আগেও তিনি মুম্বইয়ে কাজ করেছেন, কিন্তু এই প্রথম বড় পর্দায় যশ। ছবির চালিকা শক্তি নুসরত জাহানের সঙ্গী।
যদিও এই খবরে শিলমোহর পড়েনি এখনও পর্যন্ত। কিন্তু জানা গিয়েছে, চলতি মাসেই শ্যুটিং শুরু হয়েছে। বেশ খানিকটা অংশ হয়েও গিয়েছে। দ্বিতীয় ভাগের শ্যুটিং হবে জুলাই বা অগস্ট মাসে। এখনও পর্যন্ত যত দূর খবর মিলেছে, টি সিরিজের প্রযোজনায় ছবিটি তৈরি হচ্ছে। নাম এখনও জানা যায়নি।
advertisement
advertisement
এর অনেক আগেই জানা গিয়েছিল, মুম্বইয়ের আরও কিছু কাজের সুযোগের হাতছানি রয়েছে। কিন্তু বাছবিচারের জন্য দেরি করছেন যশ। এই খবরটি প্রকাশ্য়ে আসার পরে ধরে নেওয়া যেতে পারে, তিনি ধীরে ধীরে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন।
advertisement
যশ এই ছবিতে দিব্যা খোসলা কুমারের সঙ্গে প্রেম করবেন। সঙ্গে রয়েছেন আরও কয়েক জন তারকা। আপাতত জানা যাচ্ছে, তিনি শ্যুটিং করেছেন জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি, অভিনেত্রী লিলেট দুবে এবং টেলি তারকা পার্ল ভি পুরীর সঙ্গে। পরবর্তী অধ্য়ায়ে কাদের সঙ্গে অভিনয় করবেন বাংলার তারকা, তা জানার অপেক্ষায় সবাই। ছবিটি নির্দেশনা দিচ্ছেন সম্ভবত 'সনম তেরি কসম' খ্যাত পরিচালক জুটি রাধিকা রাও এবং বিনয় সাপরু।
বাংলা খবর/ খবর/দেশ/
Yash Dasgupta: বলিউডে নায়ক হয়ে ফিরছেন যশ! কোন বলি নায়িকার সঙ্গে প্রেম করবেন নুসরতের সঙ্গী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement