Katrina Kaif : ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন তুঙ্গে! জন্মদিনেই কি সুখবর? অবশেষে বার্থডে-প্ল্যান ফাঁস

Last Updated:
Katrina Kaif : পাপারাজ্জিদের ক্যামেরায় সেভাবে ধরা পড়ছিলেন না তিনি। তা হলে কি বেবি বাম্প লুকনোর জন্যই অধরা ক্যাটরিনা?
1/6
কিছুদিন আগেই সুখবর দিয়েছেন বলিউডের নতুন দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। কোলে আসতে চলেছে সন্তান। আর তার পর থেকেই জল্পনা শুরু হয়েছে আর এক দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে নিয়ে। প্রশ্ন উঠছে, ক্যাটরিনাও কি মা হতে চলেছেন?
কিছুদিন আগেই সুখবর দিয়েছেন বলিউডের নতুন দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। কোলে আসতে চলেছে সন্তান। আর তার পর থেকেই জল্পনা শুরু হয়েছে আর এক দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে নিয়ে। প্রশ্ন উঠছে, ক্যাটরিনাও কি মা হতে চলেছেন?
advertisement
2/6
কিন্তু কেন এই জল্পনা? ক্যাটরিনা বিগত বেশ কিছুদিন ধরেই লাইমলাইট থেকে দূরে আছেন। পাপারাজ্জিদের ক্যামেরায় সেভাবে ধরা পড়ছিলেন না তিনি। তা হলে কি বেবি বাম্প লুকনোর জন্যই অধরা ক্যাটরিনা?
কিন্তু কেন এই জল্পনা? ক্যাটরিনা বিগত বেশ কিছুদিন ধরেই লাইমলাইট থেকে দূরে আছেন। পাপারাজ্জিদের ক্যামেরায় সেভাবে ধরা পড়ছিলেন না তিনি। তা হলে কি বেবি বাম্প লুকনোর জন্যই অধরা ক্যাটরিনা?
advertisement
3/6
আরও একটি কারণে জল্পনা তৈরি হয়। বিমানবন্দরে বেশ কিছুদিন আগে এক ঢিলেঢালা সালোয়ার কামিজে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। তার পরেই যেন জল্পনা আরও বেড়ে যায় তাঁর গর্ভাবস্থা নিয়ে। নেটিজেনরা মনে করেন, বেবি বাম্প ঢাকার জন্যই এই পোশাক পরেছেন।
আরও একটি কারণে জল্পনা তৈরি হয়। বিমানবন্দরে বেশ কিছুদিন আগে এক ঢিলেঢালা সালোয়ার কামিজে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। তার পরেই যেন জল্পনা আরও বেড়ে যায় তাঁর গর্ভাবস্থা নিয়ে। নেটিজেনরা মনে করেন, বেবি বাম্প ঢাকার জন্যই এই পোশাক পরেছেন।
advertisement
4/6
আগামিকাল অর্থাৎ ১৬ জুলাই ক্যাটরিনার জন্মদিন। আর তাই জল্পনা তৈরি হয়, তা হলে  কি নিজের জন্মদিনেই সুখবর ঘোষণা করবেন ভিকি কৌশলের ঘরনী? অবশেষে জল্পনার অবসান হল। বিয়ের পরে প্রথম জন্মদিন। তাই রয়েছে বিশেষ পরিকল্পনা। সেসব এল প্রকাশ্যে।
আগামিকাল অর্থাৎ ১৬ জুলাই ক্যাটরিনার জন্মদিন। আর তাই জল্পনা তৈরি হয়, তা হলে কি নিজের জন্মদিনেই সুখবর ঘোষণা করবেন ভিকি কৌশলের ঘরনী? অবশেষে জল্পনার অবসান হল। বিয়ের পরে প্রথম জন্মদিন। তাই রয়েছে বিশেষ পরিকল্পনা। সেসব এল প্রকাশ্যে।
advertisement
5/6
অবশেষে ফের পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন ভিকি ও ক্যাটরিনা। জন্মদিন উপলক্ষে দম্পতি যাচ্ছেন মলদ্বীপ বেড়াতে। সেখানেই হবে ক্যাটরিনার জন্মদিনের সেলিব্রেশন। এদিন ক্যাটরিনার পরনে ছিল ডেনিম আর কমলা রঙের ফুল হাতা সোয়েটশার্ট।
অবশেষে ফের পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন ভিকি ও ক্যাটরিনা। জন্মদিন উপলক্ষে দম্পতি যাচ্ছেন মলদ্বীপ বেড়াতে। সেখানেই হবে ক্যাটরিনার জন্মদিনের সেলিব্রেশন। এদিন ক্যাটরিনার পরনে ছিল ডেনিম আর কমলা রঙের ফুল হাতা সোয়েটশার্ট।
advertisement
6/6
মলদ্বীপে ভিক্যাটের সঙ্গে যাচ্ছেন ভিকির ভাই সানি কৌশল ও তাঁর প্রেমিকা শর্বরী চাওলা। এছাড়াও যাচ্ছেন কবীর খান ও মিনি মাথুর। মুম্বই বিমানবন্দরে ধরা পড়েন তাঁরা। বেবি বাম্পের কোনও স্পষ্ট ছবি ধরা না পড়লেও নেটিজেনরা কিন্তু সুখবর শোনার আশা ছাড়েননি।
মলদ্বীপে ভিক্যাটের সঙ্গে যাচ্ছেন ভিকির ভাই সানি কৌশল ও তাঁর প্রেমিকা শর্বরী চাওলা। এছাড়াও যাচ্ছেন কবীর খান ও মিনি মাথুর। মুম্বই বিমানবন্দরে ধরা পড়েন তাঁরা। বেবি বাম্পের কোনও স্পষ্ট ছবি ধরা না পড়লেও নেটিজেনরা কিন্তু সুখবর শোনার আশা ছাড়েননি।
advertisement
advertisement
advertisement