২০২৩ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকা, প্রথম স্থানে কোন দেশ? ভারত কত নম্বরে, জানুন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
World's strongest passports list 2023: এখন কোন দেশের পাসপোর্ট হল বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট ? আর এই নিরিখে ভারত কত তম স্থানে রয়েছে ৷ সেটাই জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে ৷
নয়াদিল্লি: বিদেশে ভ্রমণের জন্য পাসপোর্ট-ভিসা আবশ্যক। কিন্তু এক-একটা দেশে ভ্রমণের নিয়ম এক-এক রকম হয়। যেমন - কিছু দেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসার প্রয়োজন হয় না। আবার কয়েকটি দেশের ক্ষেত্রে রয়েছে ভিসা অন অ্যারাইভ্যালের সুবিধা। আর এই সব বিষয়ের উপরেই ভিত্তি করে তৈরি হয় সবথেকে শক্তিশালী পাসপোর্ট। কিন্তু এখন কোন দেশের পাসপোর্ট হল বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট ? আর এই নিরিখে ভারত কত তম স্থানে রয়েছে ৷ সেটাই জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে ৷
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে লন্ডনের গ্লোবাল সিটিজেনশিপ এবং অ্যাডভাইস ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স চলতি বছরের জন্য এই সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে। যার নাম ২০২৩ হেনলি পাসপোর্ট ইনডেক্স।
advertisement
advertisement
এই তালিকা অনুযায়ী শক্তিশালী পাসপোর্ট প্রদানকারী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে জাপান। আর টানা পাঁচ বছর ধরে এই স্থান ধরে রেখেছে এই দেশ। আর এই শক্তিশালী পাসপোর্টের সাহায্যে জাপানের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই মোট ১৯৩টি দেশে ভ্রমণ করা যায়। আর এই তালিকায় ভারত রয়েছে ৮৫-তম স্থানে। ভারতীয় পাসপোর্ট দেখিয়ে মোট ৫৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে। যদিও এক বছর আগে শক্তিশালী পাসপোর্টের নিরিখে ভারত ছিল ৮৭-তম স্থানে।
advertisement
২০২৩ সালে বিশ্বের সব থেকে শক্তিশালী পাসপোর্ট: সেরা দশের তালিকা
জাপান — ১৯৩টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ
সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া — ১৯২টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ
জার্মানি এবং স্পেন — ১৯০টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ
ফিনল্যান্ড, ইতালি এবং লাক্সেমবার্গ — ১৮৯টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ
advertisement
অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং সুইডেন — ১৮৮টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ
ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল এবং ব্রিটেন — ১৮৭টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ
বেলজিয়াম, চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইৎজারল্যান্ড এবং আমেরিকা — ১৮৬টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ
অস্ট্রেলিয়া, কানাডা, গ্রিস এবং মাল্টা — ১৮৫টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ
advertisement
হাঙ্গেরি এবং পোল্যান্ড — ১৮৪টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ
লিথুয়ানিয়া এবং স্লোভাকিয়া — ১৮৩টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ
চলতি বছরে এই শক্তিশালী পাসপোর্ট সংক্রান্ত তালিকায় বিশ্বের মধ্যে ৮৫-তম স্থান লাভ করেছে ভারত। ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে টানা তিন বছর ভারত ছিল ৮২-তম স্থানে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 10:20 AM IST