Exclusive Interview | PM Modi: ভারতের উন্নয়ন গোটা বিশ্বের অনুসরণ করার মতো, moneycontrol.com-এর সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Last Updated:

Exclusive Interview | PM Modi: খাতায় কলমে যে তথ্য এসে পৌঁছেছে, ’২৩ সালের আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি পৌঁছে গিয়েছে ৭.৮ শতাংশে৷

নয়াদিল্লি: ভারতের উন্নয়ন কেবল মাত্র ভারতের জন্য নয়, গোটা পৃথিবীর জন্যই দরকারী, moneycontrol.com-কে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, ‘‘ভারতের উন্নয়ন বল পরিচ্ছন্ন ও সবুজ৷ এই লক্ষ্যে ভারত পৌঁছে গিয়েছে কারণ মানবতার দিক থেকে এই উন্নয়নের দিকে নজর রাখা হয়েছে৷ এই ভারতের উন্নয়ন গোটা বিশ্বে অনুসরণ করার মতো৷’’
Read:- Moneycontrol EXCLUSIVE: ‘India’s Growth is Good for the World’: PM Modi’s Interview
খাতায় কলমে যে তথ্য এসে পৌঁছেছে, ’২৩ সালের আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি পৌঁছে গিয়েছে ৭.৮ শতাংশে৷ মুডির তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে এই বছরের শেষে ভারতের জিডিপি ৬.৭ শতাংশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ গ্লোবাল মেট্রো আউটলুক ২০২৩-’২৪-এ বিভিন্ন পরিষেবা ক্ষেত্রের বিপুল বৃদ্ধি ও ক্যাপিটাল এক্সপ্যানডিচারের কারণে ভারতের রিয়াল জিডিপি গ্রোথ প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশে পৌঁছেছে, আগের বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকের থেকে যা অনেকটাই বেশি৷
advertisement
Read – Exclusive Interview | PM Modi: India’s Growth is Clean, Green, With Human-Centric Approach, Good for the World
অগাস্টে প্রকাশিত এসবিআই রিপোর্ট অনুসারে, ভারতীয় মধ্যবিত্তের উপার্জনের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ পরিসংখ্যান দিয়ে এই বিষয়ে রিপোর্টে বলা হয়েছে, আর্থিক বছর ২০১২-’১৩ থেকে আর্থিক বছর ২০২১-’২২-এর মধ্যে মধ্যবিত্তের আয় ৪.৪ লক্ষ থেকে পৌঁছে গিয়েছে ১৩ লক্ষে৷ এই পরিবর্তন আসলে সাহায্য করেছে নিম্ন আয়ের মানুষকে মাঝারি আয়ের বৃত্তে নিয়ে আসতে, পাশাপাশি, আগে যাঁরা কর দিচ্ছিলেন না, তাঁরাও এখন কর দিচ্ছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন – PM Modi Exclusive Interview: ‘G20-র বাইরে থাকা দেশগুলির উপরেও আগ্রহ দেখাচ্ছে ভারত,’ বললেন প্রধানমন্ত্রী 
সম্প্রতি নীতি আয়োগের পরিসংখ্যানে বলা হয়েছে, শেষ পাঁচ বছরে ১৩.৫ কোটি ভারতবাসীকে দারিদ্র্য থেকে তুলে আনা হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Exclusive Interview | PM Modi: ভারতের উন্নয়ন গোটা বিশ্বের অনুসরণ করার মতো, moneycontrol.com-এর সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement