Exclusive Interview | PM Modi: ভারতের উন্নয়ন গোটা বিশ্বের অনুসরণ করার মতো, moneycontrol.com-এর সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Last Updated:

Exclusive Interview | PM Modi: খাতায় কলমে যে তথ্য এসে পৌঁছেছে, ’২৩ সালের আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি পৌঁছে গিয়েছে ৭.৮ শতাংশে৷

নয়াদিল্লি: ভারতের উন্নয়ন কেবল মাত্র ভারতের জন্য নয়, গোটা পৃথিবীর জন্যই দরকারী, moneycontrol.com-কে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, ‘‘ভারতের উন্নয়ন বল পরিচ্ছন্ন ও সবুজ৷ এই লক্ষ্যে ভারত পৌঁছে গিয়েছে কারণ মানবতার দিক থেকে এই উন্নয়নের দিকে নজর রাখা হয়েছে৷ এই ভারতের উন্নয়ন গোটা বিশ্বে অনুসরণ করার মতো৷’’
Read:- Moneycontrol EXCLUSIVE: ‘India’s Growth is Good for the World’: PM Modi’s Interview
খাতায় কলমে যে তথ্য এসে পৌঁছেছে, ’২৩ সালের আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি পৌঁছে গিয়েছে ৭.৮ শতাংশে৷ মুডির তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে এই বছরের শেষে ভারতের জিডিপি ৬.৭ শতাংশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ গ্লোবাল মেট্রো আউটলুক ২০২৩-’২৪-এ বিভিন্ন পরিষেবা ক্ষেত্রের বিপুল বৃদ্ধি ও ক্যাপিটাল এক্সপ্যানডিচারের কারণে ভারতের রিয়াল জিডিপি গ্রোথ প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশে পৌঁছেছে, আগের বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকের থেকে যা অনেকটাই বেশি৷
advertisement
Read – Exclusive Interview | PM Modi: India’s Growth is Clean, Green, With Human-Centric Approach, Good for the World
অগাস্টে প্রকাশিত এসবিআই রিপোর্ট অনুসারে, ভারতীয় মধ্যবিত্তের উপার্জনের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ পরিসংখ্যান দিয়ে এই বিষয়ে রিপোর্টে বলা হয়েছে, আর্থিক বছর ২০১২-’১৩ থেকে আর্থিক বছর ২০২১-’২২-এর মধ্যে মধ্যবিত্তের আয় ৪.৪ লক্ষ থেকে পৌঁছে গিয়েছে ১৩ লক্ষে৷ এই পরিবর্তন আসলে সাহায্য করেছে নিম্ন আয়ের মানুষকে মাঝারি আয়ের বৃত্তে নিয়ে আসতে, পাশাপাশি, আগে যাঁরা কর দিচ্ছিলেন না, তাঁরাও এখন কর দিচ্ছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন – PM Modi Exclusive Interview: ‘G20-র বাইরে থাকা দেশগুলির উপরেও আগ্রহ দেখাচ্ছে ভারত,’ বললেন প্রধানমন্ত্রী 
সম্প্রতি নীতি আয়োগের পরিসংখ্যানে বলা হয়েছে, শেষ পাঁচ বছরে ১৩.৫ কোটি ভারতবাসীকে দারিদ্র্য থেকে তুলে আনা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Exclusive Interview | PM Modi: ভারতের উন্নয়ন গোটা বিশ্বের অনুসরণ করার মতো, moneycontrol.com-এর সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement