বিশ্বের সবচেয়ে বড় অফিস এখন ভারতে, ৮০ বছরের 'রাজত্ব' হারাল পেন্টাগন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Surat Diamond Bourse: ৮০ বছর ধরে যে রেকর্ড ছিল আমেরিকার, আজ তা ভারতের। বিশ্বের সবথেকে বড় অফিস এখন এদেশে।
সুরাট: রবিবার গুজরাতের সুরাত ডায়মন্ড বোর্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্পোরেট অফিস আয়তনে পেন্টাগনের থেকেও বড়। অর্থাৎ বিশ্বের সবথেকে বড় অফিস এখন ভারতে। এই কৃতিত্ব আর আমেরিকার দখলে থাকল না।
সুরাতের এই অফিস ৩ হাজার ৪০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে। ৮ বছর সময় লেগেছে এটি তৈরি করতে। গত ৮০ বছর ধরে পেন্টাগনই ছিল বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং। ৬৭ লাখ বর্গ ফিট-এর বেশি জায়গায় তৈরি হয়েছে এই অফিস চত্বর।
আসুন এই অফিস বিল্ডিং সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক-
সুরাট ডায়মন্ড বোর্স বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্স। SDB বিল্ডিং ডায়মন্ড রিসার্চ অ্যান্ড মার্কেন্টাইল (ড্রিম) সিটির একটি অংশ। এটি সুরাট বিমানবন্দরের নতুন আপগ্রেড করা টার্মিনাল বিল্ডিং।
advertisement
advertisement
অনেক হীরে ব্যবসায়ী, যাঁরা এর আগে মুম্বাইতে ছিলেন, উদ্বোধনের আগেই এই বিল্ডিংয়ে অফিস নিয়েছেন। নিলামের পর ম্যানেজিং টিম সেগুলি বরাদ্দ করে তাঁদের জন্য।
আরও পড়ুন- বার বার রেল দুর্ঘটনা, অতিরিক্ত সতর্কতা ভারতীয় রেলের! নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা
সুরাট ডায়মন্ড বোর্স বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিং। এখানে সাড়ে চার হাজারের বেশি হীরে ব্যবসায়ীর অফিস রয়েছে। কাঁচা হীরের ব্যবসা থেকে শুরু করে পালিশ করা হীরা বিক্রয় পর্যন্ত সমস্ত কাজ এখানে হবে।
advertisement
সুরাট ডায়মন্ড বোর্স প্রায় দেড় লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। চার হাজারের বেশি ক্যামেরা থাকবে সেখানে। একটি অত্যাধুনিক কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, যাতে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোস না হয়।
আরও পড়ুন- লোকসভা ভোটে হাতিয়ার জনমুখী প্রকল্প? জোর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায়
সুরাট ডায়মন্ড বোর্স বিল্ডিং হল বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্স, যার ফ্লোর এলাকা ৬৭ লক্ষ বর্গ ফুটেরও বেশি। এটি সুরাট শহরের কাছে খাজোদ গ্রামে অবস্থিত। এই অফিস কমপ্লেক্স মার্কিন প্রতিরক্ষা বিভাগের পেন্টাগনের সদর দফতরের চেয়েও বড়।
advertisement
সুরাট ডায়মন্ড বোর্স ভবন খরচ হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। SDB-তে আনুমানিক সাড়ে চার হাজার ডায়মন্ড ট্রেডিং অফিস রয়েছে। মোট নটি টাওয়ার এবং ১৫টি ফ্লোর রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 17, 2023 5:31 PM IST