Women's Reservation Bill: মমতাই মহিলা বিলের ‘জন্মদাত্রী’! মোদি এত দেরি করলেন কেন? বিজেপির তুমুল সমালোচনা তৃণমূলের

Last Updated:

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রও এদিন বিজেপি সরকারের তুমুল সমালোচনা করেন৷ বলেন, নির্বাচনী রাজনীতিতে মহিলাদের ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তাঁর দলের কোনও আইনের প্রয়োজন নেই।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার প্রায় একদশক পরে কেন মহিলা সংরক্ষণ বিল পেশ করা হচ্ছে সংসদে? মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করলেও এই বিল প্রসঙ্গে বিজেপির এই দীর্ঘসূত্রিতা নিয়ে বুধবার প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ৷ দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম ব্যক্তি, যিনি রাজনীতিতে লিঙ্গভিত্তিক ভারসাম্য নিশ্চিত করতে পদক্ষেপ করেছেন। তিনি যেদিন থেকে সংসদে পা রেখেছেন, মহিলা সংরক্ষণ বিলের স্বপক্ষে সওয়াল করেছেন। সেইসঙ্গে, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলা থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে ৪০ শতাংশ মহিলার প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন বলেও সংসদে জানান তৃণমূল সাংসদেরা।
বুধবার সংসদে বক্তৃতা করার সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘‘আমি আজ এমন একটি বিলকে সমর্থন করছি, যা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কার্যকর করেছেন। ভারতবর্ষে একমাত্র এই রাজ্যেই মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। যেখানে দেশের ১৬টি রাজ্যে বিজেপির সরকার থাকলেও, ওদের একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই।’’
আরও পড়ুন: বিধানসভায় পৌঁছেই ‘প্রেজেন্ট প্লিজ!’, মন্ত্রী-বিধায়কদের কামাই রুখতে এবার কড়া পদক্ষেপ তৃণমূলের
কাকলি জানান, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে জয়ীদের মধ্যে ৫৩.৬৬ শতাংশ, পঞ্চায়েত সমিতিতে জয়ীদের মধ্যে ৪২.৯৭ শতাংশ এবং গ্রাম পঞ্চায়েতে জয়ীদের মধ্যে ৩৩.৬৬ শতাংশ বা তার বেশি জনপ্রতিনিধি মহিলা। লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের ন’জন মহিলা সাংসদ রয়েছেন বলে তিনি জানান। যার অর্থ, লোকসভায় তৃণমূল কংগ্রেসের মোট সাংসদদের মধ্যে ৪০ শতাংশ মহিলা। যা ১৪ শতাংশের জাতীয় গড় এবং বিজেপির ১৩ শতাংশ মহিলা সাংসদদের তুলনায় অনেকটাই বেশি।
advertisement
advertisement
তৃণমূল সাংসদের দাবি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৭ জন মহিলাকে প্রার্থী করেছিল। অর্থাৎ, তৃণমূল কংগ্রেস যতগুলি আসন থেকে লড়াই করছিল, তার ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়া হয়েছিল। এমনকি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়েও তৃণমূল কংগ্রেস ৫০ জন মহিলাকে টিকিট দিয়েছিল। তাঁদের মধ্যে জয়ী হন ৩৪ জন। তাঁদের মধ্যে আটজন নির্বাচিত মহিলা প্রতিনিধি নির্দিষ্ট মন্ত্রী পদে দায়িত্ব পেয়েছেন বলে সংসদে জানান কাকলি।
advertisement
কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘‘১৯৯৬ সালে যখন প্রথমবার মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয়েছিল, তখন থেকেই তিনি আন্তরিকভাবে এই বিল কার্যকর করার প্রয়াস করেছেন। শ্রীমতী গীতা মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই সময় যে কমিটি গঠিত হয়েছিল, তিনি সেই কমিটিরও সদস্য ছিলেন এবং বিল পাশ করানোর পক্ষে সওয়াল করেছিলেন।’’
আরও পড়ুন: ‘সিবিআইয়ের কাজ কি মানুষকে বোকা বানানো?’, ডিরেক্টরের রিপোর্ট তলব করে তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রও এদিন বিজেপি সরকারের তুমুল সমালোচনা করেন৷ বলেন, নির্বাচনী রাজনীতিতে মহিলাদের ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তাঁর দলের কোনও আইনের প্রয়োজন নেই।
advertisement
তাঁর কথায়, ‘‘সত্যিটা হল, মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমানে ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনিই এই বিলের জন্মদাত্রী। প্রকৃত ভাবনাটি তাঁরই মস্তিষ্কপ্রসূত। সেই তিনিই নিঃশর্তভাবে ৩৩ শতাংশেরও বেশি মহিলা সাংসদকে তাঁর দলের টিকিটে সংসদে পাঠিয়েছেন। এই সরকার যা আনছে, সেটি মহিলা সংরক্ষণ বিল নয়। আদতে এটি হল, মহিলা সংরক্ষণ পুনর্নির্ধারণ বিল এবং এভাবেই সেটির পুনরায় নামকরণ করা উচিত। এর লক্ষ্য হল আরও দেরি করা।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘আমি গর্বিত যে আমি তৃণমূল কংগ্রেসের সদস্য। এটি এমন একটি রাজনৈতিক দল, যা সংসদে ৩৩ শতাংশের বেশি মহিলা জনপ্রতিনিধি পাঠিয়েছে। মহিলা জনপ্রতিনিধিদের সংখ্যার বিচারে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন লিগ ক্রমতালিকায় মোট ১৯৬টি দেশের মধ্যে ভারতের স্থান ১৪০। এর জন্য কেন্দ্রের মাথানত হওয়া উচিত।’’
advertisement
সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও নির্বাচিত ব্যবস্থাপনাগুলিতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সংসদে পা দিয়েছিলেন, সেদিনই লোকসভায় মহিলাদের এক তৃতীয়াংশ প্রতিনিধিত্বের পক্ষে জোর সওয়াল করেছিলেন। আমাদের এখনও সেই ঘটনা মনে রয়েছে, বিলটি ছিঁড়ে ফেলতে উদ্যত এক সাংসদকে দৃঢ়ভাবে বাধা দিয়েছিলেন তিনি।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Women's Reservation Bill: মমতাই মহিলা বিলের ‘জন্মদাত্রী’! মোদি এত দেরি করলেন কেন? বিজেপির তুমুল সমালোচনা তৃণমূলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement