Women Protest: প্রকাশ্যে মদ্যপানে অতিষ্ঠ এলাকাবাসী, প্রতিবাদে মহিলারা হাতে তুলে নিলেন ঝাঁটা

Last Updated:

ভিডিওতে দেখা যায় একদল মহিলা ঝাঁটা হাতে মদ্যপদের দিকে তেড়ে যাচ্ছে৷ কয়েকজন প্রকাশ্যে মদ খেতে শুরু করলে তাঁদের দিকে ঝাঁটা হাতে তেড়ে যেতে শুরু করে এলাকার মহিলারা৷

ভিডিওতে দেখা যায় একদল মহিলা ঝাঁটা হাতে মদ্যপদের দিকে তেড়ে যায়৷
ভিডিওতে দেখা যায় একদল মহিলা ঝাঁটা হাতে মদ্যপদের দিকে তেড়ে যায়৷
মুম্বই: রাতে একদল মদ্যপ মানুষদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকার একাংশ৷ বারবার তাঁদের বলেও লাভ হয়নি৷ শেষ অবধি বাধ্য হয়ে এলাকার বেশ কিছু মহিলা নিজেই এই সমস্যার সমাধানে এগিয়ে এলেন৷ হাতে তুলে নিলেন ঝাঁটা৷
ঘটনাটা ঘটেছে মুম্বই শহরে৷  লালজি পাড়া, কান্দিভালি এলাকায় এই সমস্যা আজকের নয়৷ প্রায়ই দেখা যায় সেখানে কিছু লোক রাস্তায় দাঁড়িয়েই মদ খাচ্ছেন৷
advertisement
এই ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছিল পাড়ার অনেকেই৷ বিশেষত মহিলারা৷ অভিযোগ তাদের অনেকবার নানাভাবে বারণ করলেও সুরাহা মেলেনি৷ এলাকার মানুষ এর ফলে নিরাপত্তাহীনতাতেও ভুগছিল৷
advertisement
তাই মহিলারাই শেষ অবধি তাদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়৷ অস্ত্র হিসেবে হাতে তুলে নেয় ঝাঁটা৷ তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়৷
ভিডিওতে দেখা যায় একদল মহিলা ঝাঁটা হাতে মদ্যপদের দিকে তেড়ে যাচ্ছে৷ কয়েকজন প্রকাশ্যে মদ খেতে শুরু করলে তাঁদের দিকে ঝাঁটা হাতে তেড়ে যেতে শুরু করে এলাকার মহিলারা৷
advertisement
এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে যায় মদ্যপরা৷ ভাইরাল ভিডিওতে তাঁদের এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়৷
এমনিতেই নারী নিরাপত্তা ইসুতে এখনও উত্তাল দেশ৷ তারই মধ্যে এমন সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনরাও৷ ভিডিও সোশ্যালমিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সেখানে অনেকেই এই মহিলাদের সাহসিকতা, দৃঢ় মনোভাব ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে৷
advertisement
অনেকেই মন্তব্য করেছেন, এই ধরনের প্রকাশ্যে মদ্যপান অনেক এলাকাতেই হয়৷ ফলে রাস্তাঘাটে অনেকেই নিরাপত্তাহীনতায় ভোগেন৷ সবজায়গাতেই মহিলাদের এইভাবে অকুতভয়ে এগিয়ে আসা উচিত৷
বাংলা খবর/ খবর/দেশ/
Women Protest: প্রকাশ্যে মদ্যপানে অতিষ্ঠ এলাকাবাসী, প্রতিবাদে মহিলারা হাতে তুলে নিলেন ঝাঁটা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement