Crime Story: বাড়িতেই খুন এনআরআই ব্যক্তি, গ্রেফতার প্রথম স্ত্রীর বাবা, শুরু পুলিশি তদন্ত

Last Updated:

তাঁর শরীরে তিনটে গুলি লাগে৷ দু’টো গুলি লাগে সুখচাইনের মাথায়, আর একটা গুলি লাগে বুকে৷

বাড়ির থেকে বেরোনোর সময়েই খুন হন এক এনআরআই৷ প্রতীকী ছবি৷প্রতীকী ছবি৷
বাড়ির থেকে বেরোনোর সময়েই খুন হন এক এনআরআই৷ প্রতীকী ছবি৷প্রতীকী ছবি৷
অমৃতসর: বাড়ি থেকে বেরোনোর সময়েই খুন হন এক এনআরআই ব্যক্তি৷ ২৫ অগাস্ট শনিবার, এই হত্যাকাণ্ডটি ঘটে৷ ঘটনায় জড়িত সন্দেহে নিহত প্রথম স্ত্রীর বাবাকে গ্রেফতার করে পুলিশ৷
ঘটনাটি ঘটে অমৃতসরের ডাবুরজি গ্রামে৷ শনিবার সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার সময় দু’জন আততায়ী তাঁকে বাধা দেয়৷ আর তারপরই ছুটে আসে তিনটে গুলি৷ সঙ্গে সঙ্গেই মৃত্যু ঘটে তাঁর৷ তিনি কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছিলেন৷
advertisement
advertisement
পুলিশ সকালে তাঁর বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে৷ নিহত ব্যক্তির নাম সুখচাইন সিংহ৷ তাঁর শরীরে তিনটে গুলি লাগে৷ দু’টো গুলি লাগে সুখচাইনের মাথায়, আর একটা গুলি লাগে বুকে৷
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নিহতের প্রথম স্ত্রীর পরিবারের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে৷ এই ঘটনায় নিহতের প্রথম স্ত্রীর বাবা-সহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷
advertisement
সুখচাইন সিংহের প্রথম স্ত্রী ২০২২ সালের ডিসেম্বরে আত্মহত্যা করেন৷ পুলিশ অনুমান করছে এর পর থেকেই প্রথম পত্নীর বাড়ির লোক সুখচাইনের প্রতি ক্ষোভ পুষে রেখেছিল৷ সেই কারণেই দু’জন আততায়ীকে ভাড়া করে খুন করানো হয়েছিল৷
পুলিশ আরও জানায় হামলাকারীরা অপরাধ করার আগে ও পরে ‘আত্রির’ বলে এক হোটেলে ছিলেন৷ নিহতের প্রথম স্ত্রীর ভাই ও বোনের বিরুদ্ধেও পুলিশ মামলা রজু করেছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crime Story: বাড়িতেই খুন এনআরআই ব্যক্তি, গ্রেফতার প্রথম স্ত্রীর বাবা, শুরু পুলিশি তদন্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement