Snake Inside Washing Machine: ভয়ঙ্কর ঘটনা, ওয়াশিং মেশিনের ভিতর কিং কোবরা, ভিডিও দেখলে ভয়ে কেঁপে উঠবেন
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি আগে থেকে প্রতিরক্ষামূলক ভঙ্গীতে বসে আছে৷ আচমকা মেশিনটি নড়েচড়ে উঠলে৷ আর তাতেই সাপটি আরও সতর্ক হয়ে উঠল৷
কোটা: ওয়াশিং মেশিন খুলেই ভয়ঙ্কর বিপদ৷ বসে আছেন স্বয়ং নাগরাজ মশাই৷ পাঁচ ফুট লম্বা এক অজগর রয়েছে ওয়াশিং মেশিনে৷ এই ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে৷
ঘটনাটি ঘটেছিল রাজস্থানে৷ কোটার স্বামী বিবেকানন্দ শহরের শম্ভুদেওয়ালের বাড়িতে৷ শম্ভুদেওয়াল মেশিনে কাপড় ধুতে গিয়েছিল৷ সেখানেই বিপদ৷ দেখা গেল কুন্ডলী পাকিয়ে বসে আছে এক বিশাল আকারের এক কিং কোবরা৷
#Kota– स्वामी विवेकानंदनगर में कपड़े धोने के दौरान वाशिंग मशीन में कोबरा नज़र आने से हड़कंप मच गया.#Snake #Cobra #Washingmachine #viralvideo #Trending #trendingvideo pic.twitter.com/iI02bZXBGj
— विभोर अग्रवाल🇮🇳 (@IVibhorAggarwal) August 21, 2024
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি আগে থেকে প্রতিরক্ষামূলক ভঙ্গীতে বসে আছে৷ আচমকা মেশিনটি নড়েচড়ে উঠলে৷ আর তাতেই সাপটি আরও সতর্ক হয়ে উঠল৷ হঠাৎ করে এই ঘটনা দেখে ভয়ে কয়েক পা পিছিয়ে গিয়েছিলেন শম্ভুদেওয়াল৷
advertisement
তারপরই একজন স্থানীয় সাপুড়েকে সাপ ধরার জন্য ডাকা হয়েছিল৷ তবে ভাগ্যক্রমে সাপটি কোনও ক্ষতি করতে পারতে পারেনি৷ কিং কোবরাকে উদ্ধার করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে৷
যদিও বসবাসকারী স্থানে সাপের প্রবেশ এই প্রথম নয়৷ বর্ষাকালে প্রায়ই এই ধরনের ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2024 6:30 PM IST