‘১৮ নয়, মেয়েদের বিয়ের বয়স হওয়া উচিত আরও কম’

Last Updated:

‘সংবাদমাধ্যমের হাতে মশালা খবর তুলে দেবেন না ৷’ প্রধানমন্ত্রীর এই নির্দেশেও শেষরক্ষে হল না ৷ কে শোনে কার কথা ?

#ভোপাল: ‘সংবাদমাধ্যমের হাতে মশালা খবর তুলে দেবেন না ৷’ প্রধানমন্ত্রীর এই নির্দেশেও শেষরক্ষে হল না ৷ কে শোনে কার কথা ? ফের বিতর্কিত মন্তব্য করে মোদি সরকারকেই বিপাকে ফেলে দিলেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক গোপাল পার্মার ৷
মেয়েদের বিয়ের জন্য ১৮ বছর অবধি কেন অপেক্ষা করা হয় ? কেন শিশু বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়না তাদের ? তাহলে অল্প বয়সে বাড়ি থেকে পালিয়ে যাওয়া কিংবা লাভ জিহাদের মত ঘটনা অনেকাংশে কমে আসবে ৷ মেয়েদের বিয়ের বয়স নির্ধারিত করার পাশাপাশিই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিই তিনি নিশানা করলেন ৷
একদিকে দেশের মেয়েদের বাল্যবিবাহ রুখতে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী ৷ অপরদিকে, সেই দলের অন্দরে থেকেই এহেন বিতর্কিত মন্তব্য যথেষ্ট বিপাকে ফেলেছে বিজেপি সরকারকে ৷ কারণ বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রী উল্টে বাল্য বিবাহের প্রতিই সরব হয়েছেন ৷
advertisement
advertisement
পার্মারের কথায়,
আজকালকার যুগে মেয়েদের প্রতি একেবারেই নজর দেওয়া হয় না ৷ পড়তে যাওয়ার নাম করে তারা অন্য ছেলেকে বিয়ে করে পালিয়ে যায় ৷ আর এতেই আমাদের সমাজ অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছে ৷ আর শুধু পালিয়ে যাওয়াই নয় ৷ লাভ জিহাদের মত ঘটনাও ঘটছে এর ফলে ৷
advertisement
মেয়েদের বিয়ের জন্য ১৮ বছর নির্ধারিত করা হয়েছে ৷ কিন্তু সেই বয়সটার জন্যই নাকি মেয়েরা বারবার ভুলের ফাঁদে পা দিচ্ছে ৷ তাই এই সিদ্ধান্তটি সামাজিক সমস্যার উদ্রেক করছে বলেই দাবি করেন পার্মার ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘১৮ নয়, মেয়েদের বিয়ের বয়স হওয়া উচিত আরও কম’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement