#বেঙ্গালুরু: কত কিই না ঘটে এই বিচিত্র পৃথিবীতে। একে তো সারা বিশ্বজুড়ে এখন করোনা আতঙ্ক। মানুষকে গৃহবন্দি করে রাখা হয়েছে। করোনা ভাইরাস যাতে বেশি পরিমাণে ছড়িয়ে না পড়ে, সেই জন্যই এই ব্যবস্থা নিয়েছেন সরকার। কিন্তু করোনাকে আটকাতে গিয়ে বাড়ছে অন্য ক্রাইম। বেঙ্গালুরুর এক সবজি বিক্রেতা লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ করেছেন স্নান। কিন্তু কেন? এই সময় তো হাইজিন থাকাটা জরুরি।
তবে ওই ভদ্রলোক স্নান বন্ধ করেছেন। এবং সারা দিন ধরে নিজের স্ত্রীর সঙ্গে জোর করে সঙ্গম করছেন। বার বার সঙ্গমে ক্লান্ত স্ত্রী ! অবশেষে স্ত্রী হলেন পুলিশের দ্বারস্থ। তাঁর একটি ন বছরের মেয়ে রয়েছে। সেই মেয়ের সামনেই জোর করে সঙ্গম। মেয়ের মনের ওপরেও চাপ পড়ছে। বাধ্য হয়ে পুলিশকে সব জানায় মহিলা। এমনকি বাবার মতো মেয়েও স্নান করা বন্ধ করেছে। লকডাউনে স্বামীর মানসিক বিকৃতিতে অস্থির হয়ে পড়েন ওই মহিলা। কিন্তু এই ঘটনায় পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেননি। মনোবিদের পরামর্শ নিয়ে ব্যক্তির চিকিৎসা শুরু করা হয়েছে। মানসিক বিকারের শিকার ওই ব্যক্তি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।