Rash driving: ট্রাফিক আইন ভেঙে উল্টে তেড়ে এলেন মহিলা, তারপর কী হল? দেখুন ভাইরাল ভিডিও!
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
woman rash driving- কিছু পরেই ওই মহিলার সঙ্গে আরও যারা বাইক চালক ছিলেন তাঁরা ওই মহিলা স্কুটি চালককে বকাবকি করতে দেখা যায়। কিন্তু, কিছুতেই নিজের দোষ স্বীকার করতে রাজি ছিলেন না ওই মহিলা। উল্টে, সঙ্গী বাইক চালকের চাবি নিয়ে নেন তিনি।
নয়াদিল্লি: ট্রাফিক আইন অনেক সময়েই অনেকে ভঙ্গ করেন। আইন ভঙ্গ করার জন্য শাস্তিও পান তাঁরা। রাস্তার গতিসীমা লঙ্ঘন করা হোক কিংবা হেলমেট না পরে মোটরবাইক চালানো এই ধরনের ঘটনায় প্রায়শই জরিমানা করে পুলিশ। সম্প্রতি এমনই একটি ইন্সটাগ্রামের ভিডিও ভাইরাল হয়েছে। এক মহিলা বাইক চালক দ্রুত গতিতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই বাইক চালকের হেলমেটে লাগানো গোপ্রো ক্যামেরায় গোটা ভিডিওটি তিনি রেকর্ড করেছেন।
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে দ্রুত গতিতে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এরপর হঠাৎ করে তিনি ডান দিকের ইন্ডিকেটর দিয়ে রাস্তার বাঁ দিকে একটি বাঁক নেন। এরপরেই তিনি ভারসাম্য না রাখতে পেরে রাস্তায় পড়ে যান।
advertisement
কিছু পরেই ওই মহিলার সঙ্গে আরও যারা বাইক চালক ছিলেন তাঁরা ওই মহিলা স্কুটি চালককে বকাবকি করতে দেখা যায়। কিন্তু, কিছুতেই নিজের দোষ স্বীকার করতে রাজি ছিলেন না ওই মহিলা। উল্টে, সঙ্গী বাইক চালকের চাবি নিয়ে নেন তিনি।
advertisement
এরপরে কী হল তা জানা যায়নি। এই ঘটনার জায়গাও যায়নি। তবে ইউটিউবে এই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
কিন্তু, ভিডিওর শেষে দেখা যায়, গোটা ভিডিওটি স্ক্রিপটেড। যারা ওই মহিলাকে সাহায্য করছিলেন সেই সমস্ত বাইক চালকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় লোকজন। এরপরেই ঘটনাস্থল ছেড়ে চলে যান ওই মহিলা এবং পুরুষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 08, 2024 1:39 PM IST