বিমানেও নেই নিরাপত্তা! গত দুমাসে এ নিয়ে চারবার ঘটল শ্লীলতাহানি ঘটনা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
শনিবার মুম্বই থেকে গুয়াহাটি যাওয়ার পথে বিমানে এক মহিলার শ্লীলতাহানি করে একজন পুরুষ সহযাত্রী।
শনিবার মুম্বই থেকে গুয়াহাটি যাওয়ার পথে বিমানে এক মহিলার শ্লীলতাহানি করে একজন পুরুষ সহযাত্রী। কেবিনের আলো নিভে যেতেই আর্মরেস্ট তুলে মহিলার কাছাকাছি চলে আসে ওই পুরুষ সহযাত্রী এবং তাঁকে খারাপ ভাবে স্পর্শ করে।
এয়ারলাইন জানায় লোকটির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং তাকে এখন গুয়াহাটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মুম্বই থেকে রাত ৯ টায় ছেড়েছিল বিমানটি। মোটামুটি মধ্যরাতের গন্তব্যে যায়। গত দুই মাসে বিমানে যাত্রীদের উপরে এ নিয়ে চতুর্থবার যৌন হেনস্তার ঘটনা ঘটল।
advertisement
advertisement
একটি সংবাদ মাধ্যমকে মহিলাকে বলেন, তিনি বিমানের সিটে বসেছিলেন এবং কেবিনের আলো নিভে যাওয়ার পরে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমানোর আগে তিনি আর্মরেস্ট নামিয়ে নেন কিন্তু জেগে উঠে দেখেন আর্মরেস্টটি উঠে আছে তাঁর পাশে বসা পুরুষ সহযাত্রীটি তাঁর খুব কাছাকাছি চলে এসেছে।
advertisement
তিনি বলেছিলেন, “আমার খুবই অদ্ভুত লাগে কারণ আর্মরেস্টটা আমি নামিয়ে রেখে ছিলাম। প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, তাই ওটা উঠে আছে দেখে খুব একটা ভাবিনি। আমি আবার ওটা নামিয়ে ঘুমাতে গেলাম”। কিছুক্ষণ পরে জেগে উঠে মহিলা দেখেন, পুরুষ যাত্রীর হাত তাঁর গায়ের উপর। কিন্তু তার চোখ বন্ধ থাকায় তিনি ভাবেন ঘুমের ঘোরেই হয়তো ভুল করে এমনটা হয়েছে। তাঁর পুরুষ সহযাত্রীটি চোখ অর্ধেক বন্ধ ছিল, ঘুমের ভান করেছিলেন তিনি।
advertisement
কয়েক মিনিটের মধ্যেই ওই পুরুষ সহ-যাত্রী তাঁকে জড়িয়ে ধরে এবং খারাপ ভাবে স্পর্শ করে, মহিলা জানান যে তিনি চিৎকার করতে চেয়েছিলেন কিন্তু ঘটনার আকস্মিকতায় করে উঠতে পারেননি। তারপর তিনি সাহস সঞ্চয় করে তিনি লোকটির হাত সরিয়ে চিৎকার করেন। সিটের লাইট জ্বালিয়ে কেবিন ক্রুকে ডাকেন। মহিলা বলেন, “যখন আমি চিৎকার করছিলাম, কাঁদতে কাঁদতে ঘটনাটি বর্ণনা করছিলাম তখন তিনি যা করেছেন তার জন্য ক্ষমা চাইতে শুরু করেছেন”।
advertisement
মহিলা যাত্রী যৌন হেনস্তার অভিযোগ দায়ের করায় বিমানের ওই পুরুষ যাত্রীকে গুয়াহাটিতে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এয়ারলাইনের সহায়তায় অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় পুলিশের কাছে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। ওই মহিলা যাত্রী সিআইএসএফ, এয়ারলাইন এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে তাকে থানায় মামলা নথিভুক্ত করতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 10:01 AM IST