এরপর তো কন্ডোম চাইবেন! ট্রেনে স্যানিটারি প্যাড চেয়ে এভাবেই ট্রোলড মহিলা
Last Updated:
নিজের ট্রেনের নম্বর, পিএনআর লিখে স্যানিটারি প্যাড চেয়ে ট্যুইট করেন ভারতীয় রেলের উদ্দেশ্যে৷
"এরপর কী চাইবেন? কন্ডোম? হয়তো ট্রেনের কামরাতেই কাউকে ভাল লেগে গেল!" ভারতীয় রেলের কাছে স্যানিটারি প্যাড চেয়ে এরকমই ট্রোলড হতে হল এক মহিলাকে৷
টানা ২ দিন ট্রেনযাত্রা করার সময় অসুবিধায় পড়েছিলেন শ্রুতি দ্বিবেদী৷ অবশেষে ভারতীয় রেলের কাছেই সাহায্য চান তিনি৷ নিজের ট্রেনের নম্বর, পিএনআর লিখে স্যানিটারি প্যাড চেয়ে ট্যুইট করেন ভারতীয় রেলের উদ্দেশ্যে৷ তারপরই ট্রোলড হন তিনি৷
অন্য এক মহিলা তার ট্যুইটের উত্তরে লেখেন এরপর তো কন্ডোম চাইবেন! শেফালি বৈদ্য নামে ওই মহিলার অসংবেদনশীল ট্যুইট সামনে আসার পরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি৷ এমনকী, একজন মহিলা অন্য মহিলার উদ্দেশ্যে এভাবে ট্যুইট করায় অনেকেই ধিক্কার জানিয়েছেন তাকে৷
advertisement
advertisement
What do you want @RailwaySeva to sell next? Condoms, in case you meet someone on the train and you feel the urge? Whatever happened to traveling well prepared? https://t.co/oMA8G3wuQi
— Shefali Vaidya ஷெஃபாலி வைத்யா शेफाली वैद्य (@ShefVaidya) July 28, 2019
Location :
First Published :
July 30, 2019 7:37 PM IST