Delhi Rain: ইলেকট্রিক পোলে ঝুলছিল ন্যাড়া তার.... ছুঁতেই..! বৃষ্টিভেজা ভোরে ভয়াবহ ঘটনা, কাঠগড়ায় রেল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অন্য একটি ঘটনায় হরিয়াণার পঞ্চকুলায় ভারী বৃষ্টিতে জলের তোড়ে ভেসে যায় একটি আস্ত চারচাকা গাড়ি৷ তবে গাড়িতে সওয়ার মহিলাকে অবশ্য উদ্ধার করা যায়৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷
নয়াদিল্লি: রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ, ক্ষণে ক্ষণে বৃষ্টি৷ দীর্ঘ অপেক্ষার পরে ছুটির সকালে এমন আবহাওয়া অনেকের কাছেই অনেক আনন্দের, অনেক স্বস্তির৷ কিন্তু, এমন দিনেও হঠাৎই দুর্ঘটনা৷
রবিবার ভোর ৫টা৷ ভোপাল শতাব্দী এক্সপ্রেস ধরার জন্য নয়াদিল্লি রেলস্টেশনে পৌঁছে গিয়েছিলেন বছর পঁচিশের ঝকঝকে তরুণী, সাক্ষী আহুজা৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই আত্মীয় এবং তিনটি বাচ্চা৷ পাহাড়গঞ্জের দিকের স্টেশন গেটের ট্যাক্সি স্ট্যান্ড দিক দিয়ে সাক্ষীরা প্রত্যেকেই ধীরে ধীরে স্টেশনের ভিতরে এগোচ্ছিল৷ কারণ, রাতভরের বৃষ্টিতে জল জমে গিয়েছিল বেশ কিছু জায়গায়৷ কে জানত, এই জমা জলই কাল হবে!
advertisement
আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শীর্ষে আরাবুল-শওকতের জেলা, তারপরেই অনুব্রতের বীরভূম, ভোট হচ্ছে না ৮ হাজার আসনে
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাস্তার জমা জল এড়াতে গিয়েই পাশের একটি ইলেক্ট্রিক পোল এ হাত দিয়ে ফেলেন সাক্ষী৷ সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান জলে৷
advertisement

advertisement
উপস্থিত লোকজন ঘটনাটি দেখতে পেয়ে দ্রুতই ব্যবস্থা নেন৷ অনেক চেষ্টা করে সাক্ষীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে৷ কিন্তু, ততক্ষণে সব শেষ৷
উত্তর রেলের সিপিআরও দীপক কুমার জানান, বিদ্যুৎস্তম্ভটিতে কারেন্ট লিকেজ ছিল বলে মনে করা হচ্ছে৷ কিন্তু গোটা বিষয়টিতে রেলের কোনও গাফিলতি নেই বলে দাবি তাঁর৷ পাশাপাশি, কী করে এই ঘটনা ঘটলা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি৷
advertisement
Today morning at Panchkula. a woman came to immerse in river ghaggar and parked the car near the river and was swept away by a sudden flow under the majri bridge . Rescued with the help of our save ghaggar volunteer Arjun n his team & the police . @saveghaggar @replyakhil pic.twitter.com/dyyFboEAAL
— Mohit Gupta (@mohitgupta1962) June 25, 2023
advertisement
আরও পড়ুন: গলায় গামছা, টোটোর সামনের সিটে হঠাৎ চেনা মুখ! জঙ্গলমহলে জমজমাট পঞ্চায়েতের প্রচার
অন্য একটি ঘটনায় হরিয়াণার পঞ্চকুলায় ভারী বৃষ্টিতে জলের তোড়ে ভেসে যায় একটি আস্ত চারচাকা গাড়ি৷ তবে গাড়িতে সওয়ার মহিলাকে অবশ্য উদ্ধার করা যায়৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
June 25, 2023 6:25 PM IST