Suvendu Adhikari: গলায় গামছা, টোটোর সামনের সিটে হঠা‍ৎ চেনা মুখ! জঙ্গলমহলে জমজমাট পঞ্চায়েতের প্রচার

Last Updated:

তারপর টোটোয় চেপে দীর্ঘ পথ অতিক্রম করে শেষমেশ পিড়াকাটা বাজারে পৌঁছন শুভেন্দু। রাস্তার উপর দিয়ে তখন টোটোর তিন চাকার অভিমুখ তখন জঙ্গলমহলের পিড়াকাটা বাজারের দিকে। রাস্তার দু’ধারে জঙ্গলমহলের মানুষ৷

পশ্চিম মেদিনীপুর: কর্ণাটক বিধানসভা নির্বাচনের শেষ দিনের প্রচারে খাবার ডেলিভারি বয়-এর স্কুটারে উঠে পড়েছিলেন রাহুল গান্ধি৷ ক’দিন আগে ময়দানে কর্মসূচি শেষে স্কুটিতে উঠতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ নব জোয়ার যাত্রায় ট্রাক্টরে উঠে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর আজ এমন অভিনব তালিকায় নাম তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷
রবিবাসরীয় ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ভীমপুর বাজার এবং পিড়াকাটা বাজারে দুটি পৃথক পদযাত্রায় অংশ নেন শুভেন্দু। জঙ্গলমহলের ভীমপুর বাজারে পদযাত্রা শেষ করে আচমকাই নিজের গাড়ি ও কনভয় ছেড়ে উঠে পড়েন টোটোয়। রাস্তার দু’ধারে তখন দাঁড়িয়ে থাকা মানুষজনের ভিড়। টোটোয় যেতে যেতেই জনসংযোগে শামিল হন বিরোধী দলনেতা।
আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শীর্ষে আরাবুল-শওকতের জেলা, তারপরেই অনুব্রতের বীরভূম, ভোট হচ্ছে না ৮ হাজার আসনে
তারপর টোটোয় চেপে দীর্ঘ পথ অতিক্রম করে শেষমেশ পিড়াকাটা বাজারে পৌঁছন শুভেন্দু। রাস্তার উপর দিয়ে তখন টোটোর তিন চাকার অভিমুখ তখন জঙ্গলমহলের পিড়াকাটা বাজারের দিকে। রাস্তার দু’ধারে জঙ্গলমহলের মানুষ৷
advertisement
advertisement
কিন্তু হঠাৎ কেন গাড়ি ছেড়ে টোটোয়? শুভেন্দুর কথায়, ‘‘জঙ্গলমহলের সঙ্গে আমার মাটির সম্পর্ক। আত্মিক সম্পর্ক। আমি মনে করি আত্মিক সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি কিছু।’’
আরও পড়ুন: চব্বিশে একসঙ্গে লড়বেন ‘মমতা-রাহুল’! জুলাইয়ে আসন সমঝোতা, নীতীশের বৈঠকে নয়া সমীকরণের ইঙ্গিত
পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে এদিন পায়ে পায়ে হেঁটে পথে প্রচারে ঝড় তোলেন শুভেন্দু অধিকারী। রাস্তার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীকে বরণ এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। রবিবাসরীয় প্রচারের শেষ বেলায় নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের রেয়াপাড়াতে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের সমস্ত প্রার্থীদের নিয়ে বিজেপির প্রার্থী পরিচিতি সভায় যোগ দেন এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা। আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘‘জঙ্গলমহলে ভোট হলে তৃণমূল শূন্য হবে পঞ্চায়েত। ’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: গলায় গামছা, টোটোর সামনের সিটে হঠা‍ৎ চেনা মুখ! জঙ্গলমহলে জমজমাট পঞ্চায়েতের প্রচার
Next Article
advertisement
RPF: সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
  • বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পূর্ব রেলের আরপিএফ-এর মালদহ ডিভিশন৷ আরপিএফ জওয়ানদের তৎপরতায় উদ্ধার হল ৭৯০টি জীবিত কচ্ছপ।

VIEW MORE
advertisement
advertisement