কোলে সন্তান, যোগী আদিত্যনাথের নিরাপত্তার দায়িত্ব সামলালেন মহিলা কনস্টেবল

Last Updated:

উত্তর প্রদেশের ওই মহিলা কনস্টেবলের নাম প্রীতি রানি৷ সোমবার নয়ডায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি অনুষ্ঠানে নিজের আঠারো মাসের সন্তানকে কোলে নিয়েই ডিউটি করতে দেখা যায় তাঁকে৷

#নয়ডা: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন৷ উত্তর প্রদেশের এক মহিলা পুলিশকর্মী যেন বহুপ্রচলিত সেই প্রবাদকেই ফের সত্যি প্রমাণ করলেন৷ সন্তানকে কোলে নিয়েই সামলালেন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়ার মতো গুরুদায়িত্ব৷
উত্তর প্রদেশের ওই মহিলা কনস্টেবলের নাম প্রীতি রানি৷ সোমবার নয়ডায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি অনুষ্ঠানে নিজের আঠারো মাসের সন্তানকে কোলে নিয়েই ডিউটি করতে দেখা যায় তাঁকে৷ স্বাভাবিকভাবেই অনুষ্ঠানস্থলে উপস্থিত কয়েকশো পুলিশকর্মীর মধ্যে আলাদা করে নজর কেড়ে নেন তিনি৷ সেই ছবিই পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷
দাদরি পুলিশ স্টেশনে কর্মরত ওই পুলিশকর্মীর কথায়, 'আমার স্বামী আজ একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নিতে গিয়েছেন৷ সেই কারণে উনি আমার সন্তানের কাছে থাকতে পারেননি৷ তাই বাধ্য হয়েই ওকে আমার সঙ্গে নিয়ে আসতে হয়েছে৷'
advertisement
advertisement
সোমবার সকাল ছটা থেকে ডিউটি-তে যোগ দেন প্রীতি৷ সন্তানকে কোলে নিয়েই টানা কয়েক ঘণ্টা কর্তব্য পালন করেন তিনি৷ পরে সাংবাদিককেদর তিনি বলেন, 'ডিউটি তো করতেই হবে৷ তাই বাধ্য হয়েই আমাকে সন্তান নিয়ে এখানে আসতে হয়েছে৷'
দু' দিনের সফরে রবিবার গৌতম বুদ্ধ নগরে এসেছিলেন যোগী আদিত্যনাথ৷ সোমবার নয়ডা শহরে ১৪৫২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি৷ এছাড়াও ১৩৬৯ কোটি টাকার প্রকল্পের শিলন্যাস করেন তিনি৷ বেলা সাড়ে বারোটা নাগাদ অনুষ্ঠান শেষ হয়৷ গোটা সময়টাই সন্তানকে কোলে নিয়েই দায়িত্ব সামলান কনস্টেবল প্রীতি রানি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কোলে সন্তান, যোগী আদিত্যনাথের নিরাপত্তার দায়িত্ব সামলালেন মহিলা কনস্টেবল
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement