Viral : Woman becomes millionaire at 28 | খুশকি, ঘাম, পায়ের নখ, বাহুমূলের লোম বিক্রি করেই খুলে গেল ভাগ্য! মাত্র ২৮ বছরেই কোটিপতি এই তরুণী

Last Updated:

Viral : Woman becomes millionaire at 28 | পায়ের নখ, খুশকি, থুতু বিক্রি করে কয়েক কোটি টাকা আয় করেন তিনি। |

ঘাম, থুতু বিক্রি করেই কোটিপতি
ঘাম, থুতু বিক্রি করেই কোটিপতি
দুনিয়ায় যে কত কি হয়, বোঝা তো দূর ভাবাও সম্ভব নয়। গোটা পৃথিবী জুড়ে আজব আজব ঘটনা ঘটে চলেছে তার কিছুটা সামনে আসে, বাকিটা অধরাই থাকে। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই সামনে আসছে। ভাইরাল ভিডিওতে উঠে আসছে নানা কিছু। সম্প্রতি এক মহিলার কাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ওই মহিলা খুশকি, ঘাম, পায়ের নখ, বাহুমূলের কেশ বিক্রি করে বিক্রি করে কোটি টাকা আয় করেন।
উত্তর ক্যালুফোর্নিয়ার বাসিন্দা রেবেকা ব্লুু এমনই এক অদ্ভুত পেশার সঙ্গে যুক্ত৷  তিনি একজন মডেল ও ইনফ্লুয়েন্সার৷ তবে এই মুহূর্তে সেই আজব পেশার কারণেই তিনি কোটিপতি৷ প্রথমে পায়ের নখ আর থুতু বিক্রি করতেন তিনি। চাহিদা বেড়ে যাওয়ায় সেই তালিকায় যোগ করলেন খুশকি, গায়ের ঘাম,  বাহুমূলের কেশ। রেবেকা স্নান করে বেরিয়ে আসার পর তাঁর কর্মচারীরা এই জিনিসগুলি সংগ্রহ করেন।নখ কাটার সময় সেগুলি যত্নে রেখে দেন। বাড়ির বাইরে গেলে সঙ্গে একটি কৌটো রাখেন, সেখানেই থুতু ফেলেন।
advertisement
advertisement
এমন পেশা নতুন কিছু না৷ আমেরিকার রিয়েলিটি শোয়ের টিভি তারকা স্টেফানি ম্যাটো বাতকর্ম বিক্রি করেন শুরু করেছেন অনলাইনে। বাতকর্ম কী ভাবে বিক্রি করা যায়? শুনে অনেকেই অবাক হয়েছেন। ওই টিভি স্টার গোটা বিষয়টা ভিডিও করে শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
advertisement
টিভি তারকা স্টেফানি ম্যাটো জানান, তিনি নিজের খাওয়া দাওয়ার নিয়ে খুবই সজাগ থাকেন, তাই এমন খাবার খান যা পেটের ভিতর ভালো গ্যাস তৈরি করতে পারে। তিনি প্রতিদিন প্রোটিন, ডিম, দই ইত্যাদি খেয়ে থাকেন। এবার একটি কাঁচের ছোট্ট জারে গোলাপের পাপড়ি রেখে দেন। এবার গ্যাস এলেই তা ওই জারে ভরে নেন তিনি। গোলাপের সঙ্গে বাতক্রিয়া মিলে এক অদ্ভুত গন্ধ তৈরি হয়। যা কিনা সাত দিন পর্যন্ত ওই কাচের জারে রাখার ব্যবস্থা করেন তিনি। এবার অনলাইনে এই জার গুলি বিক্রি করেন ওই টিভি স্টার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral : Woman becomes millionaire at 28 | খুশকি, ঘাম, পায়ের নখ, বাহুমূলের লোম বিক্রি করেই খুলে গেল ভাগ্য! মাত্র ২৮ বছরেই কোটিপতি এই তরুণী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement