Viral : Woman becomes millionaire at 28 | খুশকি, ঘাম, পায়ের নখ, বাহুমূলের লোম বিক্রি করেই খুলে গেল ভাগ্য! মাত্র ২৮ বছরেই কোটিপতি এই তরুণী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Viral : Woman becomes millionaire at 28 | পায়ের নখ, খুশকি, থুতু বিক্রি করে কয়েক কোটি টাকা আয় করেন তিনি। |
দুনিয়ায় যে কত কি হয়, বোঝা তো দূর ভাবাও সম্ভব নয়। গোটা পৃথিবী জুড়ে আজব আজব ঘটনা ঘটে চলেছে তার কিছুটা সামনে আসে, বাকিটা অধরাই থাকে। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই সামনে আসছে। ভাইরাল ভিডিওতে উঠে আসছে নানা কিছু। সম্প্রতি এক মহিলার কাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ওই মহিলা খুশকি, ঘাম, পায়ের নখ, বাহুমূলের কেশ বিক্রি করে বিক্রি করে কোটি টাকা আয় করেন।
advertisement
advertisement
এমন পেশা নতুন কিছু না৷ আমেরিকার রিয়েলিটি শোয়ের টিভি তারকা স্টেফানি ম্যাটো বাতকর্ম বিক্রি করেন শুরু করেছেন অনলাইনে। বাতকর্ম কী ভাবে বিক্রি করা যায়? শুনে অনেকেই অবাক হয়েছেন। ওই টিভি স্টার গোটা বিষয়টা ভিডিও করে শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
advertisement
টিভি তারকা স্টেফানি ম্যাটো জানান, তিনি নিজের খাওয়া দাওয়ার নিয়ে খুবই সজাগ থাকেন, তাই এমন খাবার খান যা পেটের ভিতর ভালো গ্যাস তৈরি করতে পারে। তিনি প্রতিদিন প্রোটিন, ডিম, দই ইত্যাদি খেয়ে থাকেন। এবার একটি কাঁচের ছোট্ট জারে গোলাপের পাপড়ি রেখে দেন। এবার গ্যাস এলেই তা ওই জারে ভরে নেন তিনি। গোলাপের সঙ্গে বাতক্রিয়া মিলে এক অদ্ভুত গন্ধ তৈরি হয়। যা কিনা সাত দিন পর্যন্ত ওই কাচের জারে রাখার ব্যবস্থা করেন তিনি। এবার অনলাইনে এই জার গুলি বিক্রি করেন ওই টিভি স্টার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 11:00 AM IST