লকডাউনে স্বচ্ছ হয়েছে যমুনা, ১০ বছর পর ফিরে এল বিলুপ্তপ্রায় ঘড়িয়ালরা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
যমুনার মাত্রাতিরিক্ত দূষণ যাদের ঘরছাড়া করেছিল তাদের স্বাভাবিক বাসস্থান থেকে । গত এক দশকে এদের দেখা মেলেনি যমুনায় ।
গোটা দেশে প্রায় আড়াই মাস ধরে চলেছে লকডাউন । করোনা আতঙ্কে গৃহবন্দী থেকেছে গোটা দেশই । এখন আনলক পর্ব শুরু হলেও খুব দরকার ছাড়া ঘর থেকে বেরচ্ছেন না সাধারণ মানুষ । আর সেই সুযোগেই যেন ডানা মেলতে চলেছে এই বসুন্ধরা । কবি লিখেছিলেন, ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ গোটা দেশ যখন কাবু ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি ভাইরাসের চোখ রাঙানিতে । বিশ্ব যখন নাভিঃশ্বাস তুলছে । তখন আপন খেয়ালে ফের নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে প্রকৃতি ।
মানুষের অত্যাচারে একটু ওলোটপালট হয়ে যাওয়া, অনেকটা দূষণ বেড়ে যাওয়া, আন্টার্টিকার গলে যাওয়া বরফ, বেড়ে যাওয়া জলস্তর, কমে যাওয়া সবুজ, ফিকে হয়ে যাওয়া অক্সিজেন, সবটাই আবার একটু একটু করে সাজিয়ে নিচ্ছে প্রকৃতি মা । লকডাউন পর্বে নিস্তেজ হয়ে যাওয়া শহরে বিনা চিন্তায় হেঁটে বেড়াতে দেখা গিয়েছে হরিণ,, নীলগাই, বাঘরোল, ভামের দলকে । পরিষ্কার আকাশে আরও পরিষ্কার বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সকলে । লকডাউনে দূষণও কমেছিল উল্লেখযোগ্য হারে । আর সেই সঙ্গে বেড়েছে বন্যপ্রাণীদের বিচরণও ।
advertisement
Heart warming news during the pandemic. The ghariyals of the Chambal river have chosen in a big way to nest and breed in the Yamuna, one of the most polluted rivers. After a decade almost due to less pollution reports HT. Do you know the Southern limit of Gharials in India? pic.twitter.com/N19KgxM4G2
— Susanta Nanda IFS (@susantananda3) June 26, 2020
advertisement
advertisement
সম্প্রতি যমুনার জলে ফিরে আসতে দেখা গেল ঘড়িয়ালদের । যমুনার মাত্রাতিরিক্ত দূষণ যাদের ঘরছাড়া করেছিল তাদের স্বাভাবিক বাসস্থান থেকে । গত এক দশকে এদের দেখা মেলেনি যমুনায় । গ্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস প্রজাতির ঘড়িয়াল এবং প্ল্যাটিনিস্টা গ্যাঞ্জেটিকা প্রজাতির ডলফিনই মূলত দেখা যেত গঙ্গা ও যমুনার জলে । কিন্তু দেশের বহু জনপদের উপর দিয়ে বয়ে যাওয়া এই দীর্ঘ্য দু’টিই নদীই মারাত্মক দূষণের স্বীকার । ফলে এই নদীগুলির নিজস্ব বাস্তুতন্ত্রও আজ প্রায় ধ্বংসের মুখে । লকডাউনে দূষণ আর মানুষের অত্যাচারের বহর কিছুটা কমে যাওয়ায় ফের লুপ্তপ্রায় জলজ প্রাণীরা নিজেদের ঘরে ফিরতে শুরু করেছে । মাছ খেকো কুমীরের এই প্রজাতি আজ পৃথিবী থেকে বিলুপ্তির পথে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2020 12:22 PM IST