#কোয়েম্বাটুর: বায়ুসেনার উইং কম্যান্ডর অভিনন্দন বর্তমান সুস্থ হলেই ককপিটে ফিরবেন৷ জানালেন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া৷ বললেন, 'উইং কম্যান্ডর এখনই বিমান নিয়ে উড়বেন কিনা, তা নির্ভর করছে ওঁর শারীরিক ফিটনেসের উপর৷ উনি মেডিক্যাল চেক-আপের মধ্যে রয়েছেন৷'
তিনি জানান, অভিনন্দন বর্তমানের মেডিক্যাল চেক-আপ শেষ হয়নি৷ যা যা চিকিত্সা দরকার, তা চলবে৷ উনি ফিট হলেই ফাইটার ককপিটে বসবেন৷ প্রসঙ্গত, শত্রুঘাঁটি থেকে দেশে ফিরেছেন সদ্য। এই মুহূর্তে সেনা হাসপাতালে চিকিৎসাধীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। দু'দিন ধরেই চলছে তাঁর মেডিক্যাল পরীক্ষা। দিল্লি সেনা হাসপাতাল সূত্রে খবর, অভিনন্দনের মেরুদণ্ড ও পাঁজরে রয়েছে আঘাতের চিহ্ন৷ চিকিৎসকদের অনুমান, মিগ থেকে ঝাঁপ দেওয়ার পরই আঘাত লাগে অভিনন্দনের ৷
চিকিৎসকদের মতে এখনই যুদ্ধবিমান চালাতে পারবেন না অভিনন্দন কিন্তু বায়ুসেনা সূত্রের খবর খুব শীঘ্রই বিমানের ককপিটে ফিরতে চান কমান্ডার। সিনিয়র বায়ুসেনা অফিসারদের কাছে ইতিমধ্যেই আর্জি জানিয়েছেন যে তিনি আবারও যুদ্ধবিমান চালাতে চান। ভারতের সামরিক ইতিহাসে অভিনন্দন হলেন প্রথম পাইলট যিনি F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছেন।
আরও ভিডিও: শত্রু শিবিরেও শান্ত-শৃঙ্খল-দৃঢ়, বীরত্বের প্রতীক অভিনন্দন বর্তমান
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhinandan Varthaman, Air Chief Marshal BS Dhanoa, India Pakistan Tension