WIFE- SWAPPING: সোশ্যাল মিডিয়ায় স্ত্রী-র নগ্ন ছবি পোস্ট করে সঙ্গী খুঁজত যুবক, তারপর যা হল...
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ইতিমধ্যেই অভিযুক্ত যুবক ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ
#বেঙ্গালুরু: নিত্যনতুন পর্ন ছবি দেখার নেশায় মত্ত হয়ে নিজের স্ত্রীকেই ব্যবহার করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, এতে অবশ্য সঙ্গী হয়েছিল তার স্ত্রী-ও (WIFE- SWAPPING)! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। যা সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে ইতিমধ্যেই অভিযুক্ত যুবক ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ। সেই সঙ্গে তাদের কাছে থাকা ওই কাজে ব্যবহৃত গ্যাজেটও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম বিনয়। ২০১৯ বিয়ে হয়েছিল তার। এর পর থেকেই বিনয়ের পর্ন ছবি দেখার নেশা তৈরি হয়। এমনকী স্ত্রীকেও বাধ্য করত সেই পর্ন ছবি দেখতে। ২৮ বছর বয়সী অভিযুক্ত যুবক ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশের সাইবার ক্রাইম (CYBER CRIME) ব্রাঞ্চ। ওই দম্পতির এক বছরের শিশু সন্তানও রয়েছে বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement
বিনয়ের বিরুদ্ধে অভিযোগ, সে পর্ন ছবি দেখার নেশায় মত্ত ছিল। শুধু তা-ই নয়, সেই নেশায় নিজের স্ত্রীকেও সামিল করেছিল অভিযুক্ত ওই যুবক। আর এর পরেই ওই দম্পতি সোশ্যাল মিডিয়ায় ওয়াইফ সোয়্যাপিং (WIFE- SWAPPING) পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নেওয়ার পরেই বিনয় এক মহিলার নকল নামে ট্যুইটারে একটি অ্যাকাউন্ট খোলে। সেখানে স্ত্রীর নগ্ন বা অর্ধনগ্ন ছবি এবং নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে স্ত্রীর জন্য সঙ্গী খুঁজতো সে।
advertisement
ডিসিপি শ্রীনাথ মহাদেব জোশী বলেন, বিনয় ট্যুইটার অ্যাকাউন্টে এই সব নিয়ে পোস্ট করতো। আর তাতে কোনও গ্রাহক আগ্রহ দেখালে বা সাড়া দিলে সে কথাবার্তা এগোনোর জন্য নিজের টেলিগ্রাম-এর আইডি দিয়ে দিত। কথাবার্তা সব কিছু ঠিক হয়ে গেলে গ্রাহককে বাড়িতে ডেকে পাঠাতো। তার পরে সেই গ্রাহক তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হলে সে সেই সব মুহূর্ত রেকর্ড করে রাখত। গত তিন মাস ধরে ওই দম্পতি এই সব কাজ চলছিল বলে খবর।
advertisement
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত স্বীকার করেছে যে, অন্য পুরুষের সঙ্গে তার স্ত্রীর শারীরিক ঘনিষ্ঠতা ভীষণই উপভোগ করত সে। এমনকী ওই ঘনিষ্ঠতার ছবি অথবা ভিডিও-ও তুলে রেখে দিত তারা, যাতে পরে দুজনে মিলে সেই মুহূর্তটা উপভোগ করতে পারে তারা। তবে অভিযুক্তের দাবি, সে কখনওই গ্রাহকের থেকে টাকা-পয়সা চায়নি। কিন্তু কখনও কখনও কেউ টাকা দিতে চাইলে সেটা নেওয়া হত বলে জানিয়েছে তারা।
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত যুবকের কীর্তি নজরে আসে পুলিশের। এর পরেই নড়েচড়ে বসে পুলিশ। কর্নাটক পুলিশের সাইবার ক্রাইম শাখা ঘটনার তদন্তে নামে ও গ্রেফতার করে ওই অভিযুক্ত দম্পতিকে। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 05, 2022 2:25 PM IST