Viral: প্রেমিকের সঙ্গে পলাতক স্ত্রী, ব্যবস্থা নেয়নি পুলিশ, মাথা ন্যাড়া করে ক্ষোভ প্রকাশ এই ব্যক্তির
- Published by:Anulekha Kar
Last Updated:
প্রথমে ঢোল পিটিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন ওই ব্যক্তি
রাজস্থান: রাজস্থানের বারমেরে অদ্ভুত ঘটনা। প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় স্ত্রী। তাই বারমের থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ করার পরেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ । তাই প্রথমে ঢোল পিটিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন ওই ব্যক্তি । এবং তাতেও কোনও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত মাথা ন্যাড়া করান তিনি। স্ত্রীকে তাঁর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশকে হুঁশিয়ারিও দিয়েছেন ওই ব্যাক্তি। ঘটনাটি জানাজানির পরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
জানা গিয়েছে, স্ত্রীর দুঃখে যে ব্যক্তি মাথা কামিয়েছেন তার নাম গৈনারাম। তিনি বারমের জেলার গিদা থানার অন্তর্গত ঝাক গ্রামের বাসিন্দা ।যোধপুরের এক যুবক তাঁর স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন গৈনারাম। পরে তাকে জোর করে বিয়েও করেন ওই অভিযুক্ত। যদিও স্ত্রীয়ের সঙ্গে এখনও গৈনারামের বিচ্ছেদ হয়নি বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
হিন্দু বিবাহ আইনে, কোনও মহিলা বিবাহবিচ্ছেদ ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারেন না। গৈনারাম গিদা থানায় একটি মামলা দায়ের করেছেন। গৈনারাম অভিযোগ, মামলা নথিভুক্ত করা সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে ঢোল বাজিয়ে পুলিশ প্রশাসনকে জাগানোর চেষ্টা করেন পরে বারমের কালেক্টরেটের বাইরে মাথা ন্যাড়া করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে গৈনারামের এই করুণ কাহিনী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 5:34 PM IST