হোম /খবর /দেশ /
এ কী কাণ্ড! দুই স্ত্রীকে সপ্তাহে ৩ দিন করে সময় দেবেন ব্যক্তি, কিন্তু রবিবার...

Viral: এ কী কাণ্ড! দুই স্ত্রীকে সপ্তাহে ৩ দিন করে সময় দেবেন ব্যক্তি, কিন্তু রবিবার...

দুই স্ত্রীয়ের মধ্যে আজব চুক্তি

দুই স্ত্রীয়ের মধ্যে আজব চুক্তি

Viral: দুই স্ত্রীয়ের মধ্যে আজব চুক্তি হল। আর সেই বিষয়টি শিরোনামে আসতে বেশি সময় নেয়নি।

  • Share this:

গুরুগ্রাম: দুই স্ত্রীকে নিয়ে মহা বিপাকে এক ব্যক্তি। দুই স্ত্রী একে অপরকে পছন্দ করেন না। কিন্তু কেউই স্বামীকে হাতছাড়া করতে রাজি নন। বিষয়টি গড়ায় আদালতে। শেষে এক উকিলের পরামর্শে দুই স্ত্রীয়ের মধ্যে আজব চুক্তি হল। আর সেই বিষয়টি শিরোনামে আসতে বেশি সময় নেয়নি।

ঘটনার সূত্রপাত বেশ কয়েকবছর আগে। গোয়ালিয়রের বাসিন্দা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সঙ্গে ২৮ বছরের এক তরুণীর বিয়ে হয়েছিল ৫ বছর আগে। স্ত্রীকে তাঁর মামাবাড়িতে রেখে ওই ব্যক্তি গুরুগ্রামের অফিসে কাজ করতে যান। কিন্তু লকডাউন জারি হওয়ায় ওই ব্যক্তি বাড়ি ফিরতে পারেননি। ফোনে কথা হত স্ত্রীর সঙ্গে।

কিন্তু এরই মধ্যে ওই ব্যক্তি তাঁর এক মহিলা সহকর্মীর সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই মহিলার এক কন্যা সন্তানও ছিল। ওই সহকর্মী মহিলাকে নিয়েই গুরুগ্রামে একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু লকডাউন উঠে যাওয়ার পরে স্বামী বাড়ি ফিরতেন না। তখন প্রথম পক্ষের স্ত্রীর বিষয়টি নিয়ে সন্দেহ হয়। তিনি তখন স্বামীর খোঁজ করতে করতে গুরুগ্রামে চলে আসেন।

সেখানে অফিস থেকে স্বামীর ফ্ল্যাটের সন্ধান পান। কিন্তু সেখানে স্বামীর সঙ্গে অন্য মহিলাকে দেখেন তিনি। এরপরেই দুই বউয়ের মধ্যে তুমুল বচসা হয়। এমনকী হাতাহাতিও হয়। প্রথম স্ত্রী আদালতে চলে যান। সঙ্গে যান স্বামীও। কিন্তু সেখানে এক উকিল তাঁদের বিয়ে না ভাঙার পরামর্শ দেন। ওই উকিল বলেন, প্রথম পক্ষের স্ত্রীকে বিচ্ছেদ দিতে হলে ওই ব্যক্তিকে মোটা অঙ্কের খরপোশ দিতে হবে। তখন সমস্যায় পড়বেন ওই ব্যক্তিই। কিন্তু ওই ব্যক্তি জানান, তিনি দ্বিতীয় স্ত্রীকেও ছাড়তে পারবেন না।

এরপরে আজব সমাধান দেন উকিল। সপ্তাহের ৭ দিনের মধ্যে ৩ দিন প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে থাকার পরামর্শ দেন তিনি। ৩ দিন দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে থাকতে হবে। বাকি একদিন ওই ব্যক্তি ইচ্ছামতো কোনও এক স্ত্রীর সঙ্গে থাকতে পারেন।

আরও পড়ুন, আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক! নির্বিঘ্নে পরীক্ষা নিতে তুমুল তৎপরতা সংসদের

আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকে ট্রেন পরিষেবা নিয়ে উদ্বেগ! জেলায় জেলায় DM-দের নির্দেশ নবান্নের..

দুই স্ত্রীকে আলাদা আলাদা ফ্ল্যাট দিতে হবে, এমনকী বেতনের টাকাও সমান ভাবে ভাগ করে দিতে হবে। দুই পক্ষের সন্তানদের প্রতিও সমান যত্নবান হতে হবে। এমন প্রস্তাব শোনার পরে রাজি হয়ে যান ওই ব্যক্তি। সেই সঙ্গে তাঁর দুই স্ত্রীও রাজি হয়ে যান। গোটা বিষয়টি কার্যত ভাইরাল হয়ে গিয়েছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Viral