Chenab Rail Bridge: গঙ্গার নীচে মেট্রোর সুড়ঙ্গ থেকে চেনাব রেল সেতু! যোগসূত্র একজনই, এই মানুষটিকে চেনেন?

Last Updated:

গিরিধর রাজাগোপালন জানিয়েছেন, চেনাব রেল সেতু নির্মাণ প্রকল্প কঠিন হলেও তাঁর ৪৩ বছরের অভিজ্ঞতায় তিনি এর থেকেও কঠিন প্রকল্প নির্মাণের দায়িত্ব সামলেছেন৷

চেনাব রেলসেতু প্রক্লপের প্রধান গিরিধর রাজাগোপালন৷ গঙ্গার নীচে মেট্রো সুড়ঙ্গ নির্মাণেরও দায়িত্বে ছিলেন তিনি৷
চেনাব রেলসেতু প্রক্লপের প্রধান গিরিধর রাজাগোপালন৷ গঙ্গার নীচে মেট্রো সুড়ঙ্গ নির্মাণেরও দায়িত্বে ছিলেন তিনি৷
কলকাতা: দেশের প্রথম নদীর নীচে মেট্রো রেলের সুড়ঙ্গ৷ অন্যদিকে চেনাব নদীর উপরে বিশ্বের উচ্চতম রেল সেতু৷ ভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং পরিকাঠামো নির্মাণের মাইলফলক হয়ে থাকা এই দুই প্রকল্পের ক্ষেত্রেই বড় অবদান রাখলেন একজন ইঞ্জিনিয়ার৷
কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে গঙ্গার নীচে তৈরি করা হয়েছে সুড়ঙ্গ৷ আবার কাটরা-শ্রীনগর রেল পথে চেনাব নদীর উপরে গড়ে উঠেছে ৩৫৯ ফুট উঁচু আর্চ রেল ব্রিজ৷ এই দুই প্রকল্পের বরাত পেয়েছিল অ্যাফকনস নামে একটি বেসরকারি সংস্থা৷ দুটি প্রকল্পের ক্ষেত্রে প্রজেক্ট হেড হিসেবে দায়িত্বে সামলেছেন গিরিধর রাজাগোপালন৷ তিনি অ্যাফকনস সংস্থার অন্যতম শীর্ষ আধিকারিকও৷
advertisement
গত বছর মার্চ মাসে গঙ্গার নীচে ৫২০ মিটার দীর্ঘ মেট্রোর এই সুড়ঙ্গের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গোটা দেশের মধ্যে গঙ্গার নীচে প্রথম এই ধরনের সুড়ঙ্গ নির্মাণ করা হয়৷ অনেকদিনই গঙ্গার নীচের ওই সুড়ঙ্গ দিয়ে হাওড়া এবং শিয়ালদহের মধ্যে মেট্রো চলাচল করছে৷ অ্যাফকনস-এর পক্ষ থেকে জটিল এই প্রকল্পের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছিলেন গিরিধর রাজাগোপালন৷
advertisement
advertisement
কলকাতার এই প্রকল্প শেষ হতে না হতেই জম্মু কাশ্মীরে চেনাব নদীর উপরে রেল সেতু নির্মাণ প্রকল্পের দায়িত্ব এসে পড়ে এই প্রবীণ ইঞ্জিনিয়ারের উপরে৷ দুর্গম পাহাড়ি এলাকায় যে সেতু তৈরি করে রেল চলাচলের উপযোগী করে তোলা এক সময় অসম্ভব মনে হয়েছিল৷ শুক্রবার সেই সেতুর উপর দিয়েই রেল চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
গিরিধর রাজাগোপালন জানিয়েছেন, চেনাব রেল সেতু নির্মাণ প্রকল্প কঠিন হলেও তাঁর ৪৩ বছরের অভিজ্ঞতায় তিনি এর থেকেও কঠিন প্রকল্প নির্মাণের দায়িত্ব সামলেছেন৷ পাশাপাশি ওই প্রবীণ ইঞ্জিনিয়ারের কথায়, চ্যালেঞ্জ বেশি ছিল বলেই এই প্রকল্প কাজ করার বেশি উৎসাহ পেয়েছিলেন তিনি৷
রাজাগোপালনের কথায়, ‘এই সেতু নির্মাণের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়৷ ভারতীয় নির্মাণ পরিকাঠামোর ক্ষেত্রের নতুন মানদণ্ড হতে চলেছে এই সেতু৷ গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়া গিয়েছে যে ভারতীয় ইঞ্জিনিয়ারদের এই ধরনের দুরূহ প্রকল্প নির্মাণের দক্ষতা রয়েছে৷’
advertisement
রাজাগোপালন জানিয়েছেন, চেনাব রেল সেতু এমন ভাবে তৈরি করা হয়েছে যে বিস্ফোরণ এবং জোরাল ভূমিকম্পের ধাক্কাও তা সামলে নিতে পারবে৷ ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগ হাওয়া দিলেও তা সহ্য করতে পারবে এই রেল ব্রিজ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chenab Rail Bridge: গঙ্গার নীচে মেট্রোর সুড়ঙ্গ থেকে চেনাব রেল সেতু! যোগসূত্র একজনই, এই মানুষটিকে চেনেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement