Chenab Rail Bridge: গঙ্গার নীচে মেট্রোর সুড়ঙ্গ থেকে চেনাব রেল সেতু! যোগসূত্র একজনই, এই মানুষটিকে চেনেন?

Last Updated:

গিরিধর রাজাগোপালন জানিয়েছেন, চেনাব রেল সেতু নির্মাণ প্রকল্প কঠিন হলেও তাঁর ৪৩ বছরের অভিজ্ঞতায় তিনি এর থেকেও কঠিন প্রকল্প নির্মাণের দায়িত্ব সামলেছেন৷

চেনাব রেলসেতু প্রক্লপের প্রধান গিরিধর রাজাগোপালন৷ গঙ্গার নীচে মেট্রো সুড়ঙ্গ নির্মাণেরও দায়িত্বে ছিলেন তিনি৷
চেনাব রেলসেতু প্রক্লপের প্রধান গিরিধর রাজাগোপালন৷ গঙ্গার নীচে মেট্রো সুড়ঙ্গ নির্মাণেরও দায়িত্বে ছিলেন তিনি৷
কলকাতা: দেশের প্রথম নদীর নীচে মেট্রো রেলের সুড়ঙ্গ৷ অন্যদিকে চেনাব নদীর উপরে বিশ্বের উচ্চতম রেল সেতু৷ ভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং পরিকাঠামো নির্মাণের মাইলফলক হয়ে থাকা এই দুই প্রকল্পের ক্ষেত্রেই বড় অবদান রাখলেন একজন ইঞ্জিনিয়ার৷
কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে গঙ্গার নীচে তৈরি করা হয়েছে সুড়ঙ্গ৷ আবার কাটরা-শ্রীনগর রেল পথে চেনাব নদীর উপরে গড়ে উঠেছে ৩৫৯ ফুট উঁচু আর্চ রেল ব্রিজ৷ এই দুই প্রকল্পের বরাত পেয়েছিল অ্যাফকনস নামে একটি বেসরকারি সংস্থা৷ দুটি প্রকল্পের ক্ষেত্রে প্রজেক্ট হেড হিসেবে দায়িত্বে সামলেছেন গিরিধর রাজাগোপালন৷ তিনি অ্যাফকনস সংস্থার অন্যতম শীর্ষ আধিকারিকও৷
advertisement
গত বছর মার্চ মাসে গঙ্গার নীচে ৫২০ মিটার দীর্ঘ মেট্রোর এই সুড়ঙ্গের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গোটা দেশের মধ্যে গঙ্গার নীচে প্রথম এই ধরনের সুড়ঙ্গ নির্মাণ করা হয়৷ অনেকদিনই গঙ্গার নীচের ওই সুড়ঙ্গ দিয়ে হাওড়া এবং শিয়ালদহের মধ্যে মেট্রো চলাচল করছে৷ অ্যাফকনস-এর পক্ষ থেকে জটিল এই প্রকল্পের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছিলেন গিরিধর রাজাগোপালন৷
advertisement
advertisement
কলকাতার এই প্রকল্প শেষ হতে না হতেই জম্মু কাশ্মীরে চেনাব নদীর উপরে রেল সেতু নির্মাণ প্রকল্পের দায়িত্ব এসে পড়ে এই প্রবীণ ইঞ্জিনিয়ারের উপরে৷ দুর্গম পাহাড়ি এলাকায় যে সেতু তৈরি করে রেল চলাচলের উপযোগী করে তোলা এক সময় অসম্ভব মনে হয়েছিল৷ শুক্রবার সেই সেতুর উপর দিয়েই রেল চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
গিরিধর রাজাগোপালন জানিয়েছেন, চেনাব রেল সেতু নির্মাণ প্রকল্প কঠিন হলেও তাঁর ৪৩ বছরের অভিজ্ঞতায় তিনি এর থেকেও কঠিন প্রকল্প নির্মাণের দায়িত্ব সামলেছেন৷ পাশাপাশি ওই প্রবীণ ইঞ্জিনিয়ারের কথায়, চ্যালেঞ্জ বেশি ছিল বলেই এই প্রকল্প কাজ করার বেশি উৎসাহ পেয়েছিলেন তিনি৷
রাজাগোপালনের কথায়, ‘এই সেতু নির্মাণের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়৷ ভারতীয় নির্মাণ পরিকাঠামোর ক্ষেত্রের নতুন মানদণ্ড হতে চলেছে এই সেতু৷ গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়া গিয়েছে যে ভারতীয় ইঞ্জিনিয়ারদের এই ধরনের দুরূহ প্রকল্প নির্মাণের দক্ষতা রয়েছে৷’
advertisement
রাজাগোপালন জানিয়েছেন, চেনাব রেল সেতু এমন ভাবে তৈরি করা হয়েছে যে বিস্ফোরণ এবং জোরাল ভূমিকম্পের ধাক্কাও তা সামলে নিতে পারবে৷ ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগ হাওয়া দিলেও তা সহ্য করতে পারবে এই রেল ব্রিজ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chenab Rail Bridge: গঙ্গার নীচে মেট্রোর সুড়ঙ্গ থেকে চেনাব রেল সেতু! যোগসূত্র একজনই, এই মানুষটিকে চেনেন?
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement