ওরা বাংলায় কথা বলছে কেন? সন্দেহ হতেই আটকে দেওয়া হয় শ্রমিকদের! তার পর যা জানা গেল!

Last Updated:

উড়িষ্যার পুলিশ মুর্শিদাবাদের সাতজন শ্রমিককে বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করেছে। ধৃতরা ভগবানগোলার বাসিন্দা। পরিবার ও গ্রামে উৎকণ্ঠা বাড়ছে।

বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে উড়িষ্যায় মুর্শিদাবাদের সাত শ্রমিক আটক
বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে উড়িষ্যায় মুর্শিদাবাদের সাত শ্রমিক আটক
ফোরহাদ হোসেন, লালগোলা: বারবার একই ঘটনার পুনরাবৃত্তি। ফের বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে উড়িষ্যার পুলিশ আটক করল মুর্শিদাবাদের ভগবানগোলার সাতজন শ্রমিককে। ঘটনাটি ঘটেছে উড়িষ্যার একটি এলাকায়, যেখানে বছর চারেক বা তার বেশি সময় ধরে শ্রমিকের কাজ করছিলেন এই বাসিন্দারা। ধৃতরা সকলেই ভগবানগোলা থানার অন্তর্গত ৭ নম্বর হাবাসপুর অঞ্চলের ডিয়ার জালিবাগিচা গ্রামের বাসিন্দা।
আটক হওয়া শ্রমিকদের নাম — আবু হাসনাত, আমির হোসেন, রাজ্জাক হোসেন, আয়নাল হক, লতিবুল হক, মহম্মদ নুরনবী ও হোসেন সেখ। জানা গিয়েছে, কেউ নির্মাণ শ্রমিক, কেউ হোটেলে কাজ করতেন, কেউ ফেরির ব্যবসা করতেন। সকলেরই জীবিকা নির্বাহের একমাত্র ভরসা ছিল উড়িষ্যায় শ্রমদানের কাজ।
advertisement
advertisement
চারদিন আগে হঠাৎই উড়িষ্যার পুলিশ ওই সাতজনকে তাদের বাসস্থান থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে তাঁদের ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করা হয়। এরপর থেকেই ওই সাতজনের আর কোনও খোঁজ নেই। ফোন বন্ধ, কোনো সরকারি তথ্যও মেলেনি।
advertisement
কোনোভাবে ঘটনার সময় পালিয়ে আসে জালিবাগিচার আরও কয়েকজন যুবক। তাঁদের মাধ্যমে খবর পৌঁছায় গ্রামে। আর তাতেই উৎকণ্ঠায় ভেঙে পড়েছে পরিবার। চোখের জল থামছে না পরিজনদের। পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। দাবি, দ্রুত তাঁদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করুক প্রশাসন।
গ্রামের প্রধান কাওশেখ আহম্মেদের বক্তব্য, “এটা একটা সুপরিকল্পিত অত্যাচার। এনআরসি নিয়ে বাংলার মানুষের মনে আতঙ্ক তৈরি করতেই উড়িষ্যার বিজেপি সরকার এই পথ নিচ্ছে। এটা অন্যায়, নিছক পরিচয়ের নামে নিরীহ শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে।”
advertisement
এখনও পর্যন্ত উড়িষ্যা পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনও সরকারি বক্তব্য পাওয়া যায়নি। সাতজন শ্রমিক কোথায়, কী অবস্থায় রয়েছেন, তাও অজানা। উদ্বেগ বাড়ছে পরিবার এবং গোটা গ্রামে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ওরা বাংলায় কথা বলছে কেন? সন্দেহ হতেই আটকে দেওয়া হয় শ্রমিকদের! তার পর যা জানা গেল!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement