Vastu Tips for Plants: পড়াশোনায় মন বসে না সন্তানের? টেবিলে রাখুন এই গাছ, জানুন কোন গাছের কী উপকারিতা

Last Updated:

Vastu Tips for Plants: গার্ডেন ভিলেজের তানভি প্রকাশ জানান, তাঁদের কাছে বাস্তু গাছ ও ঔষধি গাছ পাওয়া যায়। কিন্তু তিনি বলেন যে প্রতিটি উদ্ভিদের ভিন্ন অর্থ রয়েছে।

কোন গাছের কী উপকারিতা
কোন গাছের কী উপকারিতা
বাড়িতে বা অফিসে বাস্তু গাছ এবং ঔষধি গাছ রাখতে ভালবাসেন? তবে এই গাছগুলির সম্পর্কে জানতেই হবে। বিশ্বাস করা হয়, বাড়িতে বা অফিসে এই ধরনের গাছ রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকে। পূর্ণিয়ার গার্ডেন ভিলেজের মালিক তানভি প্রকাশ এই বিষয়ে আলোচনা করেন।
আপনি চাইলে গার্ডেন ভিলেজে গিয়ে বাস্তু বা ঔষধি গাছও নিতে পারেন অথবা ফোন করে ফ্রি ডেলিভারি পেতে পারেন। এখানে চারাগাছের দাম ১৫ টাকা থেকে শুরু। পূর্ণিয়ার স্থানীয়রা অবশ্য ফ্রি ডেলিভারি পাবেন। অন্যান্য জায়গায় থাকলে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে।
লাকি বাঁশের প্রজাতি
গার্ডেন ভিলেজের তানভি প্রকাশ জানান, তাঁদের কাছে বাস্তু গাছ ও ঔষধি গাছ পাওয়া যায়। কিন্তু তিনি বলেন যে প্রতিটি উদ্ভিদের ভিন্ন অর্থ রয়েছে। তিনি জানান, লাকি বাঁশের দু’টি প্রজাতিই রয়েছে তাঁর কাছে। সেগুলি সবথেকে বেশি মানুষ পছন্দ করেন। অফিস এবং বাড়িতে ইনস্টল করা যেতে পারে। এর পাশাপাশি ফেংশুইয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে এই গাছটিকে ভাগ্যবান বলে মনে করা হয়। ইতিবাচক শক্তি সঞ্চারিত করে।
advertisement
advertisement
ধনকুবের চারা
এ ছাড়া ধনকুবেরের চারা খুব সুন্দর। গাছটি দেখলে আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে। দুশ্চিন্তা কমে যাবে। সেই সঙ্গে চারপাশের বাতাসও থাকবে পরিষ্কার ও বিশুদ্ধ। এই গাছগুলো দেখার পর মনে শান্তি আসে। কাজেও মন বসে বেশি। স্বস্তি পান। সম্পদ বৃদ্ধি হয়।
advertisement
অ্যালুমিনা গাছ
অ্যালুমিনা প্ল্যান্টকে নাসা এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট হিসেবে ঘোষণা করেছে। এটি বাড়িতে রাখা ভাল বলে মনে করা হয়। ভিয়েতনামের মানুষেরা এই গাছ তাঁদের বাড়ির সদর দরজায় রাখেন। যাতে সর্বদা ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে।
তানভি প্রকাশ জানান, তাঁর কাছে গাছের টবও পাওয়া যায়। তিনি জানান, তাঁর কাছে পাখির ছোট মূর্তিও রয়েছে। গাছ লাগানোর পর এই মূর্তিগুলোকে টবে রাখতে পারেন। এতে আপনার গাছগুলি সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে।
advertisement
তানভি প্রকাশ বলেন, বাস্তুশাস্ত্র অনুসারে, লাকি ব্যাম্বু প্ল্যান্ট, ধনকুবের, লক্ষ্মী কমল, জেপাউধা, স্ট্রেস প্ল্যান্ট, অ্যালোভেরা, অ্যালুমিনিয়াম প্ল্যান্ট এবং আরও অনেক গাছপালা রয়েছে যা আপনাকে ইতিবাচক শক্তি দেবে। এমনই একটি গাছ হল পিশরি। যেসব শিশুর পড়াশোনায় মন বসে না, সেসব শিশুদের স্টাডি টেবিল বা স্টাডি রুমে পেশরি গাছ রাখুন। এতে ছেলেমেয়েদের পড়াশোনায় মন দেবে।
advertisement
গাছ কেনার বা তথ্যের জন্য www.gardengram.com –এ গিয়ে বিশদে জানতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Vastu Tips for Plants: পড়াশোনায় মন বসে না সন্তানের? টেবিলে রাখুন এই গাছ, জানুন কোন গাছের কী উপকারিতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement