BJP-র অনুরাগ বলতে উঠতেই লোকসভায় স্লোগান, 'গোলি মারনা বন্‌ধ করো'

Last Updated:

কয়েক দিন আগে দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে অনুরাগ ঠাকুরের একটি সভায় দেখা যায় স্লোগান উঠছে, 'দেশকে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো...৷'

#নয়াদিল্লি: সিএএ বিরোধিতার আবহে সংসদে শুরু হয়ে গিয়েছে বাজেট অধিবেশন৷ বেকারত্ব, মূল্যবৃদ্ধি, খারাপ জিডিপি-সহ একাধিক ইস্যুতে সোমবার অধিবেশন শুরু হতেই সরব হন বিরোধীরা৷ তার উপর শিয়রে দিল্লি নির্বাচন৷ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলতে উঠতেই, বিরোধীরা স্লোগান দিতে শুরু করলেন, 'গোলি মারনা বন্ধ করো৷'
কয়েক দিন আগে দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে অনুরাগ ঠাকুরের একটি সভায় দেখা যায় স্লোগান উঠছে, 'দেশকে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো...৷' এই ঘটনায় অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন৷ তাত্‍পূর্যপূর্ণ ভাবে রবিবারও গুলি চলেছে জামিয়া বিশ্ববিদ্যালয়ের গেটে৷ এই তৃতীয় বার৷
advertisement
advertisement
এ দিন অনুরাগ বক্তব্য পেশ করা শুরু করতেই, বিরোধীরা চেঁচাতে শুরু করেন, 'গোলি মারনা বন্ধ করো৷' পরিস্থিতি এতটাই হট্টগোলের হয় যে স্পিকার ওম বিড়লা বিরক্ত হয়ে বিরোধীদের বলেন, স্লোগান দেওয়া বন্ধ করুন৷ সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে অবিলম্বে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম, আরজেডি-সহ একাধিক দল৷ লোকসভায় অধিবেশন শুরু হতেই বিরোধীরা চিত্‍কার করে স্লোগান দিতে থাকেন, 'সে নো টু সিএএ,' 'সেভ আওয়ার ডেমোক্র্যাসি'৷
advertisement
অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে জানান, বাজেট অধিবেশনে যে কোনও বিষয়ে আলোচনায় প্রস্তুত সরকার৷ অর্থনৈতিক উন্নয়নে সব সাংসদের পরামর্শ চায় সরকার৷
বাংলা খবর/ খবর/দেশ/
BJP-র অনুরাগ বলতে উঠতেই লোকসভায় স্লোগান, 'গোলি মারনা বন্‌ধ করো'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement