নতুন সাজে সেজে উঠতে চলেছে NJP, মোদির হাত ধরেই সূচনা, কেমন হবে সেই স্টেশন? দেখে নিন
- Published by:Satabdi Adhikary
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
দার্জিলিঙ হোক কী গ্যাংটক। কিংবা, এক্কেবারে নতুন কোনও হলিডে ডেস্টিনেশন। পশ্চিমবঙ্গবাসীর কাছে উত্তরের দুয়ার হল নিউ জলপাইগুড়ি স্টেশন।
#কলকাতা: প্রথমে হাওড়া টু এনজেপি ট্রেনের টিকিট তো কেটে রাখো, তারপরে দেখা যাবে কোথায় যাওয়া যায়?
শীতের ছুটির ডেস্টিনেশন ঠিক করতে গিয়ে এই কথা বলেনি, এমন খুব বাঙালিই আছেন।
দার্জিলিঙ হোক কী গ্যাংটক। কিংবা, এক্কেবারে নতুন কোনও হলিডে ডেস্টিনেশন। পশ্চিমবঙ্গবাসীর কাছে উত্তরের দুয়ার হল নিউ জলপাইগুড়ি স্টেশন।
advertisement
এবার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশনই সেজে উঠতে চলেছে সম্পূর্ণ নতুন সাজে। সঙ্গে থাকছে আরও অত্যাধুনিক পরিকাঠামো। ইতিমধ্যেই এনজেপি স্টেশনের পুনর্নির্মাণের ৩৩৫ কোটি বরাদ্দ করেছে কেন্দ্র।
advertisement
আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিনই, প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে হবে পূর্ব ভারতের বন্দে ভারত এক্সপ্রেসের। এছাড়াও, উদ্বোধনের অপেক্ষায় থাকছে আরও একাধিক প্রকল্প।
advertisement
এদিন হাওড়া থেকেই জোকা-তারাতলা মেট্রোর সূচনা করতে পারেন মোদি। পরে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেওয়ার কথা তাঁর। সেই অনুষ্ঠানেই একমঞ্চে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
সূত্রের খবর, এই সফরকালেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের নবনির্মিত ভবনের শিলান্যাস করবেন মোদি। আগামিদিনে কেমন হতে চলেছে অত্যাধুনিক njp স্টেশন? রইল ছবি।
advertisement




দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2022 2:26 PM IST