Aquatic Animal: মাছ নয়, ভারতের জাতীয় জলজ প্রাণীর এটি, নাম শুনে চমকে যাবেন, ৯৯% শতাংশই ডাহা ফেল

Last Updated:

Aquatic Animal: বাঙালিদের পাশাপাশি ভারতের প্রায় সব রাজ্যেই মাছ খাওয়ার চল রয়েছে। নদীর মিষ্টি জলের মাছ এবং সমুদ্রের নোনতা জলের মাছ, এই দুই  ধরনের মাছই খেয়ে থাকেন ভারতীয়রা।

ভারতের জাতীয় জলজ প্রাণী
ভারতের জাতীয় জলজ প্রাণী
কলকাতা: কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ খাওয়ার ক্ষেত্রে বাঙালির জুড়ি নেই। বাঙালিদের পাতে মাছ ছাড়া ভাবাই যায় না! বাঙালিদের পাশাপাশি ভারতের প্রায় সব রাজ্যেই মাছ খাওয়ার চল রয়েছে। নদীর মিষ্টি জলের মাছ এবং সমুদ্রের নোনতা জলের মাছ, এই দুই  ধরনের মাছই খেয়ে থাকেন ভারতীয়রা। ভারতে তো বটেই বাংলাদেশেও যেমন অনেক নদী, অনেক মাছ, তেমনই সেখানেও মাছ খাওয়ার রেওয়াজ যথেষ্ট। নানা ধরনের মাছ খেতে পছন্দ করেন বাংলাদেশের মানুষজন। মাছ খাওয়ার এতো প্রচলন থাকলেও আপনি জানেন কি ভারতের জাতীয় মাছ বা জলজ প্রাণী কী?
ভারতে নোনতা জল এবং মিষ্টি জলে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তবে জানেন কি দেশের জাতীয় জলজ প্রাণীটি হল শুশুক। যাকে ‘গাঙ্গেয় ডলফিন’ নামে পরিচয় পাওয়া যায়। গঙ্গায় তো বটেই সেই সঙ্গে ব্রহ্মপুত্র নদেও এই শুশুকের দেখা মেলে সাধারণত। এগুলি ডলফিনের মতো দেখতে হলেও তার চেয়ে চেহারায় কিছুটা ছোট আকারের হয়। চেহারায় ৮ থেকে ৯ ফুটের মতো লম্বা হয় শুশুক। এরা যেহেতু চোখে দেখতে পায় না, তাই তারা জলের মধ্যে শব্দের কম্পন অনুভব করে নিজেদের দিক নির্ণয় করে এবং খাবার খোঁজে।
advertisement
advertisement
শুশুক সাধারণত লাজুক প্রকৃতির হয় বলে, শুশুক কে খুব বেশি দেখতে পাওয়া যায় না। একসঙ্গে থাকতে পছন্দ করে তারা। কমপক্ষে দু’জন এক সঙ্গে তো থাকেই। তবে বর্তমানে এখন জলের দূষণের কারণে শুশুকদের জীবন বিপন্ন। যদিও সরকারের তরফে এই শুশুক ধরা ভারতে একদম নিষিদ্ধ।
advertisement
ভারতে যেমন গাঙ্গেয় ডলফিন পাওয়া যায়, তেমন পাকিস্তানে সিন্ধু নদীতে আরও এক প্রকারের এমন ডলফিন পাওয়া যায়। আবার বাংলাদেশের মেঘনা নদীতেও শুশুকের দেখা মেলে। ভারতের জাতীয় জলজ প্রাণী কিন্তু বিশেষ কোনও মাছ নয়, বরং শুশুক বা গাঙ্গেয় ডলফিন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Aquatic Animal: মাছ নয়, ভারতের জাতীয় জলজ প্রাণীর এটি, নাম শুনে চমকে যাবেন, ৯৯% শতাংশই ডাহা ফেল
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement