West Bengal Tourist Death: হতাশায় ভুগছিলেন, উত্তরাখণ্ডে বেড়াতে এসে চরম সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের পর্যটকের, বিস্তারিত জানুন
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Tourist Death: শুক্রবার সন্ধ্যায় ময়ঙ্কের পরিবারের সদস্যরা হোটেলের রিসেপশনে ফোন করে জানান যে, তিনি তাদের ফোন ধরছেন না। এরপর তাকে বাথরুমে মৃত অবস্থান পাওয়া যায়। বিস্তারিত জানুন।
লালকুয়াঁ: উত্তরাখণ্ডে ঘুরতে আসা পশ্চিমবঙ্গের এক পর্যটক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি হোটেলে নিজের গলা কেটে আত্মহত্যা করেন। পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়েছে এবং পরিবারের সদস্যদের আসার পরই ময়নাতদন্ত করা হবে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মৃতের নাম ময়ঙ্ক পাল (৪৪) এবং ঘটনাটি নৈনিতাল জেলার লালকুয়াঁ কোতোয়ালি এলাকার। ময়ঙ্ক শুক্রবার রেলওয়ে স্টেশনের ত্রিবেণী মোড়ের কাছের একটি হোটেল, কুনাল হোটেলে একটি রুম বুক করেন।
advertisement
শুক্রবার সন্ধ্যায় ময়ঙ্কের পরিবারের সদস্যরা হোটেলের রিসেপশনে ফোন করে জানান যে, তিনি তাদের ফোন ধরছেন না। এরপর হোটেল কর্মীরা তার রুমের দরজায় কড়া নাড়েন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে কার্পেন্টার ডেকে দরজা খোলা হয়। এরপর, টয়লেটে ময়ঙ্ককে রক্তে ভেজা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হালদ্বানীর সুশীলা তিওয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হোটেল কর্তৃপক্ষ ময়ঙ্কের পরিবারের সদস্যদের এই দুঃসংবাদের কথা জানায়।
advertisement
ময়ঙ্ক ছিলেন ডিপ্রেশনের শিকার – লালকুয়াঁ থানার অফিসার ডি.আর. ভার্মা জানান, ময়ঙ্ক তার দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে এসেছিলেন। তার দুই বন্ধু আলমোড়া ঘুরতে গিয়েছিলেন, আর ময়ঙ্ক শুক্রবার বাঘ এক্সপ্রেসে পশ্চিমবঙ্গে ফেরার পরিকল্পনা করেছিলেন। জানা গিয়েছে, ময়ঙ্ক ডিপ্রেশনের রোগী ছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। তিনি পশ্চিমবঙ্গের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়েছে এবং পরিবারের সদস্যদের আসার পর ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু করা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2024 11:55 PM IST